• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৫:৪০ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে বিএনপি’র কর্মী সমাবেশ অনুষ্ঠিত


প্রকাশের সময় : এপ্রিল ৮, ২০১৮, ৮:২৪ PM / ৫০
ঠাকুরগাঁওয়ে বিএনপি’র কর্মী সমাবেশ অনুষ্ঠিত

ফরিদুল ইসলাম(রঞ্জু), ঠাকুরগাঁও : মাননীয় চেয়ারপার্সন আমাদের মা,দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি,গণতন্ত্র পুনরুদ্ধার এবং অধিকার আদায়ের দাবীতে আন্দোলন কর্মসূচী বেগবান করার লক্ষে ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপির আয়োজনে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে স্থানীয় পৌর কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির সভাপতি  তৈমুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবীব দুলু,কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঠাকুরগাঁও বিএনপি’র সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন।
কর্মী সমাবেশে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন,জেলা ছাত্রদলের সভাপতি মোঃকায়েস,মহিলাদলের সভাপতি ফুরাতুন নাহার প্যারিস,যুব দলের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন,সদর থানা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল হামিদ প্রমুখ।
কর্মী সমাবেশে বক্তারা বলেন,আওয়ামীলীগ ক্ষমতা চিরস্থায়ী করার জন্য বিএনপি’র নেতা কর্মীদের উপর দিনের পর দিন মিথ্যা মামলা দিয়ে জর্জরিত করে ফেলেছে।বিএনপিকে ধ্বংস করে ক্ষমতা চিরস্থায়ী করার চেষ্টা করছে।তাদের এই মনোবাসনা কোনদিনই পূরণ হবেনা।এই সময় বক্তারা আরও বলেন,কয়েকদিন আগে অবৈধ সরকারের অবৈধ প্রধানমন্ত্রী মির্জা ফখরুলের উঠোনে এসে তাকে নিয়ে সমালোচন করে গেলেন,মির্জা ফখরুল সবসময় মিথ্যা কথা বলেন।মিথ্যা বলতে বলতে তার মুখ ব্যাথা হয়ে গেছে।বক্তারা বলেন,মির্জা ফখরুলের সমালোচনায় বরং লাভই হয়েছে,ঠাকুরগাঁওবাসি প্রধানমন্ত্রীরর বক্তব্য প্রত্যাখ্যান করেছে।মির্জা ফখরুলকে নিয়ে যত বেশী সমালোচনা করবে তার ততই ভোট বাড়বে।কারণ মির্জা ফখরুল সম্বন্ধে ঠাকুরগাঁওয়ের মানুষ জানে তিনি একজন সৎ,সত্যবাদী এবং শিক্ষিত মানুষ বলেও বক্তারা মন্তব্য করেন।
উল্লেখ্য কর্মী সমাবেশ চলাকালীন সময়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান নেতা-কর্মীদের উজ্জীবিত করতে মুঠোফোনে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।এই সময় তিনি বলেন,অনেকে অনেক কিছুই বলবে।কারও প্ররোচনায় কান দিবেন না।আপনারা ঐক্যবদ্ধ হয়ে থাকুন,সুদিন আসবে ইনশাআল্লাহ।

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/৮:২২পিএম/৮/৪/২০৮ইং)