• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১১:২০ পূর্বাহ্ন

টেক্সাসের মসজিদে অগ্নিসংযোগকারীদের ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১২, ২০১৭, ৬:২৬ PM / ৪২
টেক্সাসের মসজিদে অগ্নিসংযোগকারীদের ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা

 

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : ২৭ জানুয়ারি রাত ২টায় আমেরিকার অঙ্গরাজ্য টেক্সাসের ‘ভিক্টোরিয়া ইসলামিক সেন্টার’ নামের মসজিদটি পুড়িয়ে দেওয়া হয়। আগুন লাগার প্রকৃত কারণ উদঘাটনের জন্য যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (এফবিআই) ভিক্টোরিয়া পুলিশ, অগ্নিনির্বাপক দফতর ও অ্যালকোহল-টোব্যাকো-আগ্নেয়াস্ত্র বিভাগ একসঙ্গে কাজ করছে।

এরই মাঝে মসজিদে অগ্নিকাণ্ডের ঘটনায় অভিযুক্তদের ধরিয়ে দেওয়ার জন্য ৩০ হাজার ডলার পুরস্কার ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। খবর রয়টার্সের।

তদন্তের পর প্রমাণ হয়, মসজিদের অগ্নিকাণ্ড নিজ থেকে ঘটেনি, এখানে আগুন লাগানো হয়েছে। তাই অভিযুক্তদের সম্পর্কে যারা তথ্য দেবে তাদের পুরস্কৃত করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।

উল্লেখ্য টেক্সাসের শহর অস্টিনের ওই মসজিদে অাগুনের প্রেক্ষিতে অনুমানিক পাঁচ লাখ ডলারের ক্ষতি হয়েছে। ইতোমধ্যেই মসজিদটির পুনর্নির্মাণে ১০ লাখ ডলারের বেশি অর্থ সংগ্রহ করা হয়েছে।
(ঢাকারনিউজ২৪.কম/আরএম/৬:২৫পিএম/১২/২/২০১৭ইং)