• ঢাকা
  • বুধবার, ০৮ মে ২০২৪, ০৮:৪৮ পূর্বাহ্ন

টাঙ্গাইলে গৃহবধূর গোসলের দৃশ্য ভিডিও করে টাকা দাবি


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৮, ২০১৯, ৩:৪৯ PM / ৩০
টাঙ্গাইলে গৃহবধূর গোসলের দৃশ্য ভিডিও করে টাকা দাবি

টাঙ্গাইল সংবাদদাতা : টাঙ্গাইলের মির্জাপুরে এক গৃহবধূর গোসলের দৃশ্য মোবাইলে ধারণ করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে মোটা অংকের টাকা দাবি করার অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যায় ওই গৃহবধূর লিখিত অভিযোগের ভিত্তিতে উপজেলার বহুরিয়া ইউনিয়নের চান্দুলিয়া ও কোটবহুরিয়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করে মির্জাপুর থানা পুলিশ।

গ্রেফতাররা হলেন উপজেলার বহুরিয়া ইউনিয়নের চান্দুলিয় গ্রামের মোবারক হোসেনের ছেলে বরকত, একই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে সোলাইমান এবং কোট বহুরিয়া গ্রামের বদর উদ্দিনের ছেলে আব্দুল আলীম।

পুলিশ জানায়, গ্রেফতাররা বেশ কিছুদিন আগে ওই গৃহবধূর নির্মাণাধীন বাড়িতে দিন মজুরের কাজ করত। সেই সুবাদে একদিন ওই গৃহবধূর গোসলের দৃশ্য মোবাইলে ভিডিও করে ও ছবি তুলে। পরে ওই গৃহবধূকে ফোন করে বিষয়টি জানিয়ে মোটা অংকের টাকা দাবি করে। এতে গৃহবধূ সাড়া না দিলে গোসেলর কয়েকটি ছবি গৃহবধূর ফেসবুক ম্যাসেঞ্জারে পাঠায়।

এ ঘটনায় মঙ্গলবার ওই গৃহবধূ থানায় অভিযোগ দিলে ওইদিন রাতেই পুলিশ তাদের গ্রেফতার করে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সায়েদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতার তিনজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
(ঢাকারনিউজ২৪.কম/কেএস/৩:৫০পিএম/১৮/৯/২০১৯ইং)