• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১০:৪১ অপরাহ্ন

জয়পুরহাটে ২ চিকিৎসকসহ আরও ১৯ জন শনাক্ত


প্রকাশের সময় : মে ৩১, ২০২০, ১২:৪৩ PM / ৪২
জয়পুরহাটে ২ চিকিৎসকসহ আরও ১৯ জন শনাক্ত

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে গোপীনাথপুর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (সেফ অতিথিশালা) আইসোলেশনে চিকিৎসা দেওয়া দুই চিকিৎসকসহ আরও ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনিবার ১৪ জন আগের দিন শুক্রবার ৫ জনের করোনা শনাক্ত হয়।

এ নিয়ে জয়পুরহাট জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৮৪ জনে দাঁড়িয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭১ জন করোনা রোগী। জয়পুরহাটের সিভিল সার্জন ডাঃ সেলিম মিঞা শনিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্যনুযায়ী, শুক্রবার ও শনিবার ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরী মেডিসিন রেফারেল সেন্টার থেকে ৩১৮টি নমুনার ফলাফল এসেছে। এরমধ্যে দুই চিকিৎসকসহ ১৯ জনের করোনা পজিটিভ ফল পাওয়া গেছে। শনিবার ১৪ জন ও আগের দিন শুক্রবার ৫ জন। এ জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৮৪ জন।

জয়পুরহাটের সিভিল সার্জন ডাঃ সেলিম মিঞা বলেন, জয়পুরহাটে গত দুই দিনে দুই চিকিৎসকসহ আরও ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত দুই চিকিৎসক গোপীনাথপুর আইসোলেশনে দ্বায়িত্ব পালন করেছিলেন। আক্রান্তদের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (সেফ অতিথিশালা) আইসোলেশনে নেওয়ার কাজ চলছে।
(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১২:৪৩পিএম/৩১/৫/২০২০ইং)