• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১১:৫১ পূর্বাহ্ন

জুভেন্তাসকে রুখবে কে


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৬, ২০১৭, ১১:২৭ AM / ৩৭
জুভেন্তাসকে রুখবে কে

 

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : ইতালিয়ান লিগে দিন দিন অপ্রতিরোধ্য হয়ে উঠছে জুভেন্তাস। শনিবার রাতে এমপাওলিকে ২-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরো মজবুত করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এই নিয়ে ঘরের মাঠে টানা ৩০ ম্যাচ জিতল গত পাঁচ আসরের শিরোপাজয়ী দলটি।

ঘরের মাঠে প্রথমার্ধে আক্রমণাত্মক খেলেও গোলের দেখা পায়নি জুভেন্তাস। তবে বিরতির পর খেলার ৫২তম মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে যায় ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির দল। এমপাওলি তারকা লুকাস কোরাসকি নিজেদের জালেই বল জড়িয়ে দিলে লিড নেয় স্বাগতিকরা।

দ্বিতীয় গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি জুভেন্তাসের। ৬৫তম মিনিটে কোনাকুনি শটে দারুণ গোল করে জুভদের জয় নিশ্চিত করেন অ্যালেক্স সান্দ্রো।

এই জয়ের ফলে ২৬ ম্যাচ থেকে ৬৬ পয়েন্ট নিয়ে টানা ষষ্ঠ শিরোপা জয়ের দৌড়ে অনেকটাই এগিয়ে গেল জুভেন্তাস। এক ম্যাচ কম খেলা রোমা ৫৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে। রোববার পঞ্চম স্থানে থাকা ইন্টার মিলানের মুখোমুখি হতে যাওয়া রোমা অবশ্য জুভেন্তাসের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়ে আনার দারুণ সুযোগ পাচ্ছে।
(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১১:২০এএম/২৬/২/২০১৭ইং)