• ঢাকা
  • সোমবার, ১৭ Jun ২০২৪, ১১:০৯ অপরাহ্ন

জীবন সায়াহ্নে


প্রকাশের সময় : জানুয়ারী ১৪, ২০২০, ১১:৪২ AM / ৪৯
জীবন সায়াহ্নে

ডাঃ গোলাম রহমান ব্রাইট
_____________________________________
.
কর্ম ক্লান্ত নির্জনে নিঃসীম স্মৃতি চারণে মত্ত সব কেবলই শূন্যতা
লক্ষ্যের প্রান্তে ধোঁয়াটে কুয়াশা, অবাঞ্ছিত বেদনা মাড়িয়ে পূর্ণতা
স্মৃতির পর্বত ব্যথার আবর্তে বাঁচার অবলম্বনে আবৃত নিশ্চয়
পরাভূত লোনাজলে ছুঁয়েছে নাসিকা হয়ে নাভী, রহস্যময় বিস্ময়।
.
অদৃশ্য বৈভব উত্তাল প্লাবনে জাগ্রত প্রণয় চিরতরে নিস্তব্ধ
বিষাক্ত বাণের আষ্টেপৃষ্টে বাঁধা মানবতা আজ সম্পূর্ণ স্তব্ধ
দ্যুতি সঞ্চারিত নিষ্প্রাণ দেহে বিষাক্ত বিষাদের কালো ছায়া
দ্রোহের দাবানল বিষণ্ন প্রহরে ম্রিয়মাণ দীপ্তি, নির্বাক কায়া।
.
অনাচারের রোষানলে দুরাত্মার বিদীর্ণ বিবেক, ওষ্ঠাগত প্রাণ
নিভৃতে সন্তর্পণ দ্বিধার স্রোতে আকাঙ্খার ফুল, রক্তিমাভা ঘ্রাণ
তাপিত হৃদয়ে বিক্ষত জমিন, আত্মার জীর্ণতায় নিষ্ফল রোদন
বিস্মৃতির অতলে অকুণ্ঠ চিত্ত সৌষ্ঠবে ক্রমশ ম্রিয়মাণ বদন।
.
ভঙ্গুর দর্পনে নিরবচ্ছিন্ন স্মৃতিপটে নিরবতায় আচ্ছন্ন ক্রন্দন
স্বপ্নীল জীবন অতৃপ্ত, অদৃশ্য অবয়বে অন্ধ প্রাচীরসম স্পন্দন
উষ্ণতার গহীনে আত্মার ক্রন্দনে আলোড়িত উত্তাল ঊর্মিমালা
জীবন সায়াহ্নে বৈষম্যের অনলে বিলাপ, রিক্ততায় অন্তরজ্বালা।
.
বিভ্রান্তির মূলে স্বীয় কামনায় আবিষ্ট যেন বনতলে শানিত ধারা
অবাঞ্ছিত যাতনায় বশীভূত ধূম্রের কুণ্ডলীর লেলিহানে আত্মহারা
লুণ্ঠিত দুরাত্মার হিংস্রতায় নিষ্প্রভ জ্যোৎস্না ক্ষনে ক্রন্দনে কাতর
স্মৃতির ক্যানভাসে প্রচ্ছন্নতার দর্পণে আঁকা অদৃশ্য বৈভবের চাদর।
.
জীবন সায়াহ্নে বৈভবের গহ্বরে সূর মূর্ছনায় নিমগ্ন যৌনতা
নিষ্প্রভ ছায়ায় দৈত্যের নৃত্যে ক্রন্দিত বিলাপে বিমগ্ন প্রপাতে মৌনতা
অস্ফুট অন্ধকারে আকণ্ঠ অবগাহন তপ্ত দাহে শান্ত সমীরণ
ঘুম ভাঙে উৎকণ্ঠায় অকুণ্ঠ চিত্তে, স্নিগ্ধ ঝর্ণায় নিভৃতে ক্রন্দন।
.
নাবিহা ফ্যাশন হাউস
ফরিদপুর, জহুরনগর, কালিগঞ্জ, সাতক্ষীরা।