• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৯:৪২ পূর্বাহ্ন

জীবনের দোলনা- আবু নাসির


প্রকাশের সময় : জানুয়ারী ২, ২০২৪, ৯:৫১ PM / ১৮৩
জীবনের দোলনা- আবু নাসির

_______________________________________________
পড়ন্ত বিকেলে নাই কেউ দু’কুলে
একলাই বাইছি ভাঙা তরী
বড় বড় ঢেউ এসে দিয়ে যায় সব পিষে
ভাঙা নৌকা জলে গেছে ভরি।।

স্থির হয়ে আছে মেঘ গুলি আকাশে
বাতাস জমাট বেঁধে আছে
এই বুঝি এলো ঝড় ভাঙবে বাড়ী ঘর
নৌকার পাল ছিঁড়ে হাল ভেঙে গেছে।।

তবু এ আশার তরী ধরবে অজানায় পাড়ি
বাঁধা বিঘ্ন সব কিছু উতরে
গোলক ধাঁধার মাঝে সব হারিয়ে গেছে
আঁধার আছে মোরে ঘিরে।।

আহারে এ জীবন চেয়ে মানিক রতন
কপালে মিললো তোর ছাই
বিশ্বাস অবিশ্বাসের খেলা করলি অবহেলা
সামনে চলার শক্তি আর নাই।।

ভূবণে ভূবণে ঘুরে যেতে হলো বহু দূরে
হবে না আর ফিরে আসা
মিছে ভবে করলি খেলা ভাঙলো জীবন মেলা
আশা তোর হলো দূরাশা।