• ঢাকা
  • বুধবার, ২৯ মে ২০২৪, ১২:০৩ পূর্বাহ্ন

জামালপুরে কোটা সংস্কারের দাবিতে আশেক মাহমুদ কলেজে বিক্ষোভ


প্রকাশের সময় : এপ্রিল ১১, ২০১৮, ৪:০২ PM / ৫৯
জামালপুরে কোটা সংস্কারের দাবিতে আশেক মাহমুদ কলেজে বিক্ষোভ

ঢাকারনিউজ২৪.কম, জামালপুর : পুলিশ ও ছাত্রলীগের বাধার মুখে জামালপুরে সরকারি আশেক মাহমুদ বিশ্ববিদ্যালয় কলেজের বিক্ষুব্ধ সাধারণ ছাত্রছাত্রীরা কোটা সংস্কারের দাবিতে অবস্থান ধর্মঘট, বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে।

আজ বুধবার(১১ এপ্রিল) সকাল ১০টা থেকে আশেক মাহমুদের বিভিন্ন হল ও ছাত্রাবাস থেকে কলেজ ক্যাম্পাসে জড়ো হতে থাকেন সাধারণ ছাত্রছাত্রীরা। কর্মসূচি ভণ্ডুল করতে পুলিশ ও ছাত্রলীগের কর্মীরা ক্যাম্পাসে অবস্থান নেয়। ছাত্রছাত্রীরা কর্মসূচি শুরু করতে গেলে ক্যাম্পাসে কর্মসূচি করতে নিষেধ করে পুলিশ ও ছাত্রলীগের কর্মীরা হুমকি ধামকি ও গালিগালাজ শুরু করে।

প্রতিবাদে বিক্ষুব্ধ হয়ে উঠা ছাত্রছাত্রীদের স্লোগানে উত্তাল হয়ে উঠে কলেজ প্রাঙ্গণ। অবস্থান ধর্মঘট চলাকালে কলেজ ক্যাম্পাস আমতলায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সাধারণ ছাত্রছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন- কামরুল হাসান সজিব ও মোহাম্মদ সুজনসহ অনেকে। পরে বিক্ষুব্ধ ছাত্রছাত্রীরা একটি মিছিল বের করে ক্যাম্পাস ঘুরে শহরের পাঁচরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/৪:০০পিএম/১১/৪/২০১৮ইং)