• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১১:৩৫ অপরাহ্ন

জাতীয় পর্যায়ে রবীন্দ্র সংগীতে প্রথম হয়েছে ঠাকুরগাঁওয়ের সেতু


প্রকাশের সময় : মে ১৯, ২০১৮, ৩:৫৭ PM / ৬৩
জাতীয় পর্যায়ে রবীন্দ্র সংগীতে প্রথম হয়েছে ঠাকুরগাঁওয়ের সেতু

ফরিদুল ইসলাম(রঞ্জু), ঠাকুরগাঁও : মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ,শিক্ষামন্ত্রণালয়’র আয়োজনে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৮-তে অংশ গ্রহনকরে জাতীয় পর্যায়ে রবীন্দ্রসংগীত ক-বিভাগে প্রথমস্থান অধিকার করেছে ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান   নম্রতা বর্মন সেতু।সেতু জেলার সুনামধন্য বিদ্যাপীঠ ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী। বাবার নাম দিলীপচন্দ্র বর্মন। তিনি পেশায় একজন হাই স্কুলের শিক্ষক। মায়ের নাম পারুল রাণী রায়। তিনি একজন গৃহিনী।সেতু ঠাকুরগাঁও জেলাশিল্পকলা একাডেমির তৃতীয় বর্ষের ছাত্রী ও ঠাকুরগাঁও বেতারের সংগীত প্রযোজক ও গুণীশিল্পী মোজাম্মেল হক বাবলুর কাছে সংগীতে তালিম গ্রহন করছে।গত ১৫মে ঢাকার সরকারি টিচার্স ট্রেনিং কলেজ-এ সারা দেশের ৮ টি বিভাগের জাতীয় পর্যায়ের শিশুরা এ প্রতিযোগীতায় অংশগ্রহণ করে। রংপুর বিভাগের হয়ে প্রতিনিধিত্ব করে প্রথম হওয়ার গৌরব অর্জন করে সেতু। ১৬ মে বিজয়ী কৃতি শিক্ষার্থিদের মাঝে পুরষ্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাষ্ট্রপতি আব্দুল হামিদ।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিশু বিষয়ক প্রতিমন্ত্রী   মেহের আফরোজ চুমকি, বাংলাদেশ শিশু একাডেমী’র চেয়ারম্যান সেলিনা হোসেন, বাংলাদেশ শিশু একাডেমী’র পরিচালক আনজীর লিটনসহ আরও অনেকে।

উল্লেখ্য, নম্রতা বর্মন সেতু খুব অল্পবয়স থেকেই ঠাকুরগাঁও, রংপুর ও ঢাকার বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে বেশ সুনাম অর্জন করেছে। তাঁর বাবা-মায়ের আশা নম্রতা একদিন বড় মাপের শিল্পী হয়ে দেশ ও দশের কল্যাণে কাজ করবে।

(ঢাকারনিউজ২৪.কমম/আরএম/৩:৫৮পিএম/১৯/৫/২০১৮ইং)