• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০৪:৩৮ পূর্বাহ্ন

জাতীয় কবি নজরুল


প্রকাশের সময় : মে ২৩, ২০১৮, ১১:৫৯ PM / ৪৯
জাতীয় কবি নজরুল

মহুয়া বাবর

________________________________

কাজী নজরুল ইসলাম
তোমায় জানাই সালাম
অতি এক  নগন্য আমি
কিন্তু তোমারই অনুরাগী
তোমাকে নিয়ে কবিতা লিখবার মতো স্পর্ধা নেই আমার
আজ যে শিশু এলো এই পৃথিবী তে!
কাল মা স্নেহের পরশে ঘুম ভাঙাতে!
তোমার কবিতাটি বলবে আদর করে!
” ভোর হলো দোর খোল খুকুমনি ওঠ রে!
ঐ ডাকে জুঁই শাখে ফুল খুকী ছোট রে ”

কিংবা, চাঁদিনী রাতে
কোদালে মেঘের মউজ উঠেছে
গগনের নীল গাঙে হাবুডুবু খায় তারা
বুদ্ধু জোছনা সোনার রাঙে
ওগো আমার কবি!
কভূ জেনেছিলে কি!
তোমার উপমায় ময়ূর নাচিছে স্বপ্নের গুলবাগে!

ওগো প্রকৃত প্রেমিক
তুমি প্রেমিকের প্রেমিক
” বাতায়ন পাশে গুবাক তরুর সারি’র মতো করে
কেউ কি বলেছিলো তার প্রেমিকাকে!
ভূবন ঘিরে আঁধার যখন তোমার কথা ভাবি তখন
এই শিকল পরা ছল্
মোদের এই শিকল পরার ছল্
এই শিকল পরেই শিকল তোদের করবো রে বিকল!
তুমি কারাগারে বসে দ্রোহের স্বপন দেখেছো
ভেঙে দিয়েছো সাম্প্রদায়িকতার অর্গল!
বৃটিশ শাষকের রোষের অনলে পুড়ছিলে তুমি
তবু বিবেকের কাছে ছিলে অটল!

তোমার শ্রেষ্ঠত্ব নিয়ে আজ কেন সংশয়!
সূর্যোদয়ের মতো সত্য তুমি
তুমি যে বিস্ময়!
তোমার গুরুদেব,যুগান্তরের কবিরা, সর্বসাধারণেরা!
তোমার রচিত কাব্য-গীত-নাটক নিয়ে আজো উতলা!
ধন্য তুমি জয়ী, অনন্য -অসাধারণ!
তুমি অসাধ্যকে করেছ সাধন!
ধর্ম-বর্ণ নির্বিশেষে তুমি চির জাগরিত!
” বল বীর বল উন্নত মম শির!
শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির”