• ঢাকা
  • শনিবার, ১১ মে ২০২৪, ০৬:৫২ অপরাহ্ন

জাতিয় শ্রমিকলীগ সবুজবাগ থানা শাখার উদ্যোগে স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত


প্রকাশের সময় : মার্চ ২৮, ২০১৯, ১১:০৬ PM / ২৬
জাতিয় শ্রমিকলীগ সবুজবাগ থানা শাখার উদ্যোগে স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : জাতীয় শ্রমিকলীগ সবুজবাগ থানা শাখার উদ্যোগে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এসময় প্রধান অতিথির বক্তব্যে দৈনিক দৃষ্টি পত্রিকার প্রকাশক ও সম্পাদক, বাংলাদেশ অনলাইন জার্নালিষ্ট ফোরামের মহাসচিব মোঃ রেজাউল ইসলাম রাজু বলেন, নানা চড়াই-উৎরাই পেরিয়ে দেশ এখন উন্নয়নের মহাসড়কে। স্বল্প আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশ হিসেবে অচিরেই স্বীকৃতি পাবে বাংলাদেশ।

এ সাংবাদিক নেতা বলেন, এই অগ্রযাত্রা সম্ভব হয়েছে স্বাধীনতা তথা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির রাষ্ট্র পরিচালনার কারণে। এই ধারাকে ব্যাহত করতে স্বাধীনতা ও দেশ বিরোধী চক্র এখনও তৎপর। তাদের এই অপচেষ্টাকে প্রতিহত করে উন্নয়নের ধারায় দেশকে এগিয়ে নিতে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বুধবার(২৭ মার্চ) সন্ধ্যায় জাতীয় শ্রমিকলীগের সবুজবাগ থানা শাখার কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

জাতীয় শ্রমিকলীগ সবুজবাগ থানার সহ সভাপতি মোঃ মাসুম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন-
সম্পাদক মোঃ জাহাগীর আলম, সহ সভাপতি মুকুল মিয়া ও তুবা সমাজ কল্যাণ সোসাইটির চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান ওয়াহিদ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ৩০ লাখ শহীদের দেশে দেশ বিরোধী কোন চক্রের প্রকাশ্য তৎপরতা থাকতে পারেনা। এই চক্র স্বাধীনতার মাত্র ৪ বছরের ব্যবধানে জাতির পিতাকে স্বপরিবারে নির্মমভাবে হত্যার মধ্যদিয়ে দেশকে আবারও পাকিস্তানী কায়দায় নিয়ে যাওয়ার চেষ্টা চালায়। তাদের দীর্ঘ শাসনকালের ফলে আজও ২৫ মার্চের ভয়াল হত্যাযজ্ঞ আন্তর্জাতিক গণহত্যা দিবসের স্বীকৃতি পায়নি। তারা অবিলম্বে এই দিবসকে আন্তর্জাতিক স্বীকৃতি প্রদানের দাবি জানান।

আলোচনা সভার শুরুতে জাতির পিতাসহ সকল শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/১১:০৮পিএম/২৮/৩/২০১৯ইং)