• ঢাকা
  • বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪, ০৯:৪৪ অপরাহ্ন

জন্মদিনে


প্রকাশের সময় : অগাস্ট ২৯, ২০১৮, ২:২৮ PM / ৩৮
জন্মদিনে

মহুয়া বাবর
____________________________________________
আমাদের জহিরউদ্দিন মোহাম্মদ বাবর
তিনি নন মোঘল সাম্রাজ্যের সম্রাট-প্রবর
তবে তিনি এ যুগের মুকুট হীন সম্রাট
কর্মে সাজে আছে তার দৃষ্টিনন্দন ঠাট
তিনি উত্তরাধিকারী সূত্রে ধনবান নন
যা কিছু সবই তার পরিশ্রমলব্ধ অর্জন
সাফল্য তার মায়ের দোয়া এটা সত্যবাণী
মাকে তিনি জ্ঞান করতেন জগতের রাণী
পিতা ভুবন পিতা জীবন পিতা অন্ত প্রাণ
পরিবার সমাজ সংসার মানব কল্যাণ
এ পৃথিবী তার কাছে খেলার বাগান
জন্মদিনে দিলাম তাকে কবিতার দান।