• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৮:০৬ পূর্বাহ্ন

জনপ্রিয়তার শীর্ষে আমেরিকান মুসলিম ডিজাইনারের পোশাক


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৫, ২০১৭, ৯:৫৫ PM / ৪২
জনপ্রিয়তার শীর্ষে আমেরিকান মুসলিম ডিজাইনারের পোশাক

 
ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : আমেরিকার পোশাক ডিজাইনার সারা মুসা। তার ডিজাইন করা পোশাকের চাহিদা মুসলিম এবং অমুসলিমদের মাঝে ব্যাপক জনপ্রিয়। সারা মুসার পোশাক ডিজাইনের বৈশিষ্ট্য হলো- তিনি পোশাকের মার্জিত নকশা প্রদানের চেষ্টা করছেন। তার এই স্বতন্ত্র ধারা তাকে জনপ্রিয় করে তুলেছে।

সারা মুসার পিতা ফিলিস্তিনি আর মা হচ্ছে কোরিয়ান। তিনি ১৭ বয়স থেকেই হিজাব পরেন এবং অন্যদেরও হিজাবের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন। সারা মুসার মতে, হিজাব এবং মার্জিত পোশাক নারীকে মহিয়ান করে, আলাদা সম্মানের স্থানে নিয়ে যায়।

৩৩ বছর বয়সী সারা নিউইয়র্কের একজন খ্যাতিমান পোশাক ডিজাইনার। সারা বিগত ১৯ বছর ধরে পোশাক ডিজাইনার হিসেব কাজ করেছেন।

বর্তমানে সারা নিজেই গড়ে তুলেছেন একটি ডিজাইন হাউজ। সেখানে সেখানে তার স্বপ্নকে বাস্তবায়ন করার চেষ্টা করছেন।

এ প্রসঙ্গে সারা বলেন, আমি এখন সুন্দর ও মার্জিত পোশাক তৈরি করছি এখন নারীদের ওপর নির্ভর করে তারা এটাকে কিভাবে ব্যবহার করবেন।

সারা বলেন, আমার মা খ্রিস্টান এবং আমি যে হিজাব পরব সেই বিষয়ে তাকে রাজি করাতে আমার তিন বছর সময় লেগেছে। কিন্তু আমার কাছে এখন প্রতিদিন প্রচুর নারী আসেন, যারা স্বেচ্ছায় হিজাব পরিধান করেন।

তিনি বলেন, আমি যখন থেকে হিজাব শুরু করি সেই বয়সে আমেরিকান মেয়েরা নিজেদের ফিটনেস নিয়ে বেশি চিন্তা করে এবং নিজেকে প্রদর্শন করতে বেশি পছন্দ করে। কিন্তু আমি একজন মুসলমান হিসাবে হিজাবকেই বেছে নেই। আর এতে আমার কোনো গ্লানি নেই। হিজাব আমার কাছে, সুন্দর ও মার্জিত পোশাকের প্রতিরূপ। এটা দেখে আমি মুগ্ধ হই।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/৯:৫৫পিএম/১৫/২/২০১৭ইং)