• ঢাকা
  • সোমবার, ০৬ মে ২০২৪, ০৯:০৩ অপরাহ্ন

চোখ পড়েছে


প্রকাশের সময় : নভেম্বর ২৮, ২০১৮, ১১:৪২ AM / ৩৪
চোখ পড়েছে

মামুন রনি

_________________________________________

আমার উপর তোমার চোখ পড়েছে
যখন দেখলাম আমার বাড়ির সামনের গলিতে
তুমি কারণে অকারণে ধীর পায়ে হেটে যাও
তখন বুঝলাম আমার উপর তোমার চোখ পড়েছে।

আমি অনিয়মিত সময়ে যখন বাহিরে যাই
রাস্তার শেষ মোড়ে তুমি লোলুপ চোখ মেলে তাকিয়ে দেখ
আমি তোমার দৃষ্টিবাণে সং‌কোচিত হয়ে বুঝি
আমার উপর তোমার চোখ পড়েছে।

আমি পাশের বাড়ির বান্ধবী মীনাক্ষীর কাছে শুনলাম
তুমি আইসক্রিম খাইয়ে আমার নাম্বার চেয়েছো
জানতে চেয়েছো আমার ঘর বাঁধার কেউ আছে কিনা
এতেও আমি বুঝলাম আমার উপর তোমার চোখ পড়েছে।

ও পাড়ার সজল ভাইয়ের স্মার্ট হয়ে ওঠা আমি লক্ষ্য করেছি
তার মিষ্টি পারফিউমের গন্ধে আমাকে ফিরে তাকাতে হতো
গত সপ্তাহে যখন জানলাম তোমার হাতে তার হাত ভেঙেছে
আমি বুঝে গেলাম আমার উপর তোমার চোখ পড়েছে।

চাঁদের আলোয় আমি যখন ছাদে গিয়ে গলায় গান ধরি
তুমি দু’চার জন পথচারীকে আমার শ্রোতা হতে ডাকো
গান শেষে তাদের দিয়ে হাততালি দেওয়ানোর পাগলামি
আমায় বুঝিয়ে দেয় আমার উপর তোমার চোখ পড়েছে।

ভোরের আলো যখন আমায় বাহির দিকে টানে
পুবের হাটের বিলে কত শত শাপলা পেখম মেলে!
এক থোকা রেখে যাও আমার ঘরের সম্মুখ দ্বারে
আমি বুঝে যাই আমার উপর তোমার চোখ পড়েছে।

এভাবে কত কি যে করে, কত সন্ধ্যা ভোরে!
নানা রঙের রঙধনুতে আমার আকাশ ভরে
কোথায় যেন উড়াল দিলে আমার পথটি ছেড়ে
আমি বুঝলাম, ছেলে আমার মন কেড়েছে।