• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে ২০২৪, ১০:৩১ পূর্বাহ্ন

চাঁড়াল


প্রকাশের সময় : অক্টোবর ১৯, ২০২৩, ৭:২৭ PM / ১১৭
চাঁড়াল

আব্দুল্লাহ আল মামুন রিটন

_________________________________________________

ছোট ছোট বৃক্ষগুলো চিরকাল অবাঞ্ছিত
চিরকাল মার খায়, লাথি খায় অনবরত
পায়ে দলে, থুতু ফেলে বৃক্ষের শ্রাদ্ধ হয়।

এই শতাব্দীর উঁচু ও পাহাড়ি শরীরগুলো
চাঁড়ালের মতো মন নিয়ে সেটাই করে
যেটা তাদের খুব ভেতরের পশু ও নগ্নতা।
মেরে কেটে রক্ত চুষে পায়ে পিঁষে দিয়ে
ওরা বুঝাতে চায় মানবাধিকার মানদণ্ড।

অথচ ছোট ছোট বৃক্ষেরা কত সুন্দর-শান্ত
কত নীরব, কত সহিষ্ণু ও ত্যাগের শরীর।
হার রোজ মা হারায়, সন্তান ও স্বজন হারায়
রোজ রোজ ছোট হয় বেঁচে থাকার মানচিত্র।