• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০২:৪১ পূর্বাহ্ন

চতুর্থ কার্যদিবসে ঊর্ধ্বমুখী প্রবণতায় পুঁজিবাজার


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৮, ২০১৭, ৪:৫১ PM / ৩৫
চতুর্থ কার্যদিবসে ঊর্ধ্বমুখী প্রবণতায় পুঁজিবাজার

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (০৮ ফেব্রুয়ারি) ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরছে দেশের উভয় পুঁজিবাজারের লেনদেন। এদিন উভয় বাজারে বেড়েছে সূচক, লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম। এর ফলে টানা তিন কার্যদিবস সূচক বাড়লো। তবে, তার আগে টানা দুই কার্যদিবস সূচকের পতন হয়েছিলো।

গত সোম ও মঙ্গলবারের মতোই বুধবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৯৬ পয়েন্ট এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে ২০০ পয়েন্ট।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা বাড়ায় ইতিবাচক ধারায় ফিরেছে পুঁজিবাজার।

ডিএসই’র তথ্য মতে, বুধবার ডিএসইতে ২৭ কোটি ০২ লাখ ৩০ হাজার ৬৫২ টি সিকিউরিটিজের হাত বদল হয়েছে। এতে  লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৮৯৮ কোটি ৭৪ লাখ ৮২ হাজার টাকা। এর আগের দিন মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) লেনদেন হয়েছিলো ৬২০ কোটি ৩২ লাখ টাকা এবং সোমবার (০৭ ফেব্রুয়ারি) লেনদেন হয়েছিলো ৫৭৬ কোটি ২২ লাখ টাকার।

তিন সূচকে পথচলা ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ৯৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪৮৮ পয়েন্টে। পাশাপাশি ডিএস-৩০ সূচক ২৬ দশমিক ৬০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৯৩ পয়েন্টে এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক ১৭ দশমিক ৩৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৭৮ পয়েন্টে দাড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ২৮১ টির, কমেছে ৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪ কোম্পানির শেয়ারের।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ২০০ দশমিক ৬২ পয়েন্ট বেড়ে ১০ হাজার ২৯১ পয়েন্টে দাড়িয়েছে।

এ বাজারে লেনদেন হয়েছে ৫১ কোটি ৪ লাখ ৫১ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৪৪ কোটি ৪৪ লাখ ৩ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৪৬ কোটি ৭১ লাখ ১০ হাজার টাকার।

লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ২১৩ টির, কমেছে ২৬টির এবং ১২ কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/৪:৪০পিএম/৮/২/২০১৭ইং)