• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১২:০৮ অপরাহ্ন

গুগল ক্রোমের চেয়ে চার্জ সাশ্রয়ী এজ ব্রাউজার


প্রকাশের সময় : এপ্রিল ২১, ২০১৭, ৯:৪০ AM / ৩৫
গুগল ক্রোমের চেয়ে চার্জ সাশ্রয়ী এজ ব্রাউজার

ঢাকারনিউজ২৪.কম:

ল্যাপটপ, নোটবুক ও স্মার্টফোনের ব্যাটারির চার্জ সাশ্রয়ী হিসেবে গুগল ক্রোমের চেয়ে এগিয়ে রয়েছে এজ ব্রাউজার। মার্কিন সফটওয়্যার কোম্পানি মাইক্রোসফটের পক্ষ থেকে এমনটাই দাবি করা হয়েছে।

মাইক্রোসফট গত বছরও একই দাবি করে একটি ভিডিও প্রকাশ করেছিল। এর পর গুগল ক্রোম ব্রাউজার হালনাগাদ করে মাইক্রোসফট ও মজিলার ফায়ারফক্সের চেয়ে এগিয়ে থাকার দাবি করেছিল। এক্ষেত্রে মাইক্রোসফটও হাল ছাড়েনি। উইন্ডোজ ১০ ক্রিয়েটর্স আপডেট নামে উইন্ডোজ সফটওয়্যারের হালনাগাদ সংস্করণ এনে প্রতিষ্ঠানটি দাবি করছে, এজ ব্রাউজার আরও বেশি ব্যাটারির আয়ু ধরে রাখতে পারবে।

মাইক্রোসফট সম্প্রতি এক ভিডিওতে তিনটি ব্রাউজারের মধ্যে তুলনা করে দেখিয়েছে। ফায়ারফক্স ব্রাউজারে ব্যাটারি ৭ ঘণ্টা ৪ মিনিট পর্যন্ত চলেছে। গুগল ক্রোমে তা চলেছে ৯ ঘণ্টা ১৭ মিনিট। কিন্তু এজ ব্রাউজার তা ১২ ঘণ্টা ৩১ মিনিট পর্যন্ত চার্জ ধরে রেখেছে।

মাইক্রোসফটের দাবি, গুগল ক্রোম ব্রাউজারের এজ ব্রাউজার ৩১ শতাংশ ব্যাটারি সাশ্রয়ী এবং ফায়ারফক্সের চেয়ে ৪৪ শতাংশ কম শক্তি ব্যবহার করে। বিষয়টি ঘিরে গুগল ক্রোমকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে প্রতিষ্ঠানটি।

 

  (ঢাকারনিউজ২৪.কম/এনএম ০৯.৪০এএম/২১//২০১৭ইং)