• ঢাকা
  • বুধবার, ০৮ মে ২০২৪, ০৪:০৬ অপরাহ্ন

‘গাইবান্ধার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় সর্বদা পুলিশ নিয়োজিত’


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১০, ২০২০, ৭:৪৫ PM / ৩১
‘গাইবান্ধার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় সর্বদা পুলিশ নিয়োজিত’

আরিফ উদ্দিন, গাইবান্ধা প্রতিনিধি : জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় সর্বদা পুলিশ নিয়োজিত রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গিবাদ-মাদক-সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। এ ব্যাপারে কাউকে কোনো ছাড় দেয়া হবে না। থানায় জিডি বা মামলাসহ যেকোন আইনী সহায়তা নিতে টাকা লাগে না। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যের পাশাপাশি সর্বস্তরের জনগণের সহযোগিতা প্রয়োজন। গাইবান্ধার পলাশবাড়ী থানা প্রশাসনের আয়োজনে সোমবার দুপুরে ওপেন হাউস ডে সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম উপরোক্ত কথা বলেন।
তিনি আরো বলেন, বর্তমানে পুলিশ বিভাগ জনবান্ধব পুলিশিং ব্যবস্থা গড়ে তুলতে এবং তাদের সেবা আরো নিশ্চিত করার লক্ষ্যে জনগণের সহায়তায় ব্যাপক তৎপরতা শুরু করেছে। যাতে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার পাশাপাশি জনগণের কল্যাণে পুলিশ যেন আরো প্রশংসনীয় ভূমিকা রাখতে পারে।
পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই ওপেন হাউজ ডে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাবেক সভাপতি সাবেক এমপি আলহাজ¦ তোফাজ্জল হোসেন সরকার, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান এএসএম রফিকুল ইসলাম মন্ডল রিপন, থানা পুলিশ পরিদর্শক (তদন্ত ওসি) মতিউর রহমান, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আলহাজ্ব আবু তালেব সরকার তারা, ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিন্টু, তৌফিকুল আমিন মন্ডল টিটু, আলহাজ¦ আব্দুল মান্নান সরকার, তৌহিদুল ইসলাম মন্ডল, মিজানুর রহমান চট্টু, রুহুল কবীর চৌধুরী রুশো, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপদেষ্টা আমিনুল ইসলাম পাপুল, মহিলা বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন ঝুনু, সাংবাদিক আবুল কালাম আজাদ, সিরাজুল ইসলাম রতন, মাসুদার রহমান মাসুদ, আশরাফুল ইসলাম ও আমিরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন এসআই তয়ন কুমার। এছাড়া পুলিশিং কমিটি, ওপেন হাউজ ডে ছাড়াও ইতোমধ্যে পুলিশ বিভিন্ন জনকল্যাণমূলক সেবার মাধ্যমে জনগণকে সচেতন করেছে। এসময় থানা পুলিশের অন্যান্য পুলিশ কর্মকর্তা, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/৭:৪৫পিএম/১০/২/২০২০ইং)