• ঢাকা
  • বুধবার, ০৮ মে ২০২৪, ০৩:২৫ পূর্বাহ্ন

‘খালেদার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে’


প্রকাশের সময় : মে ৫, ২০১৮, ৩:৩৪ PM / ১৩৫
‘খালেদার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে’

 

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর নয়া পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আজ শনিবার(৫ মে) সকালে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

রিজভী বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। বিএনপির পক্ষ থেকে বার বার গভীর উদ্বেগ প্রকাশ করা হলেও এখনও তার চিকিৎসার ব্যবস্থা নেয়নি সরকার। আমরা বার বার বলছি, বিএনপি চেয়ারপারসনের পছন্দ অনুযায়ী ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা দেওয়ার। কিন্তু সরকার ও কারা কর্তৃপক্ষ তার চিকিৎসার বিষয়ে কোনো কর্ণপাতই করছে না। উল্টো আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাসহ তার দলীয় নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে ইয়ার্কি-ঠাট্টা করছেন। এদের নিষ্ঠুর রসিকতায় দেশবাসী বিস্মিত ও হতভম্ব।’

তিনি বলেন, ‘গতকালও আমরা খবর পেয়েছি, হাঁটু ও শরীরে প্রচণ্ড ব্যথাসহ নানাবিধ জটিল শারীরিক সমস্যায় ভুগছেন খালেদা জিয়া। স্যাঁতস্যাঁতে পরিবেশে পরিত্যক্ত রুমে থাকায় এখন তিনি প্রায়ই জ্বরে ভুগছেন এবং কাশি ও কফ লেগেই আছে। স্যাঁতস্যাঁতে ও ধুলাকীর্ণ এ রকম অবস্থায় সাধারণত নিউমোনিয়ার আশঙ্কা থাকে। তার চোখে যে ব্যথা হচ্ছে সেটি এখনও সারেনি, অর্থাৎ একই অবস্থায় আছে। কিন্তু সরকার তাকে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত করছে। ওনার হাঁটুতে ফরেন বডি থাকা এবং পিঠে-ঘাড়ে ও কোমরে প্রচণ্ড ব্যথার জন্য বিশেষ ধরনের এমআরআইয়ের প্রয়োজন। কিন্তু তার জন্য বিশেষ এমআরআইয়ের যে দাবি করা হয়েছিল সেটিকেও সরকার পাত্তা দেয়নি।’

বিএনপির সিনিয়র এ নেতা আরও বলেন, ‘দেশনেত্রীকে মিথ্যা সাজানো ও জাল নথি তৈরির মাধ্যমে সাজা দিয়ে বন্দী করে বিনা চিকিৎসায় ধুকে ধুকে কষ্ট দেওয়াটাই হচ্ছে সরকারের মুখ্য উদ্দেশ্য। এর পেছনে সরকার প্রধানের চরম প্রতিহিংসা কাজ করছে। দেশনেত্রীর প্রতি সরকারের আচরণ চরম মানবধিকার ও আইনের লঙ্ঘন।’

আসন্ন গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে বিএনপির এই মুখপাত্র বলেন, ‘এই দুই সিটিতে পুলিশি তাণ্ডব, গণ-গ্রেফতার এবং এলাকায় ভীতিকর পরিবেশ দিনকে দিন আরও পরিব্যাপ্ত হচ্ছে। নির্বাচনী প্রচারণায় বাধা প্রদানসহ নানাভাবে হয়রানিও করছে পুলিশ ও সাদা পোশাকের পুলিশ।’

এ ছাড়া বিএনপিসহ ২০ দলীয় জোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের নির্বাচনী প্রচারণায় জনতার ঢল দেখে আওয়ামী লীগ আইন-শৃঙ্ঘলা বাহিনীকে দিয়ে হয়রানি শুরু করেছে অভিযোগ করে তিনি বলেন, যতই দিন যাচ্ছে ততই আইন-শৃঙাখলা বাহিনী সরকারি দলের নৌকা প্রার্থীর পক্ষে বেপরোয়া হয়ে উঠেছে। নির্বিচারে আক্রমণ করে বিএনপি নেতাকর্মীদের রাতের ঘুম হারাম করে দিচ্ছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস-চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, আলতাব হোসেন চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ড. মামুন আহমেদ, প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন, সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহিন প্রমুখ।

 
(ঢাকারনিউজ২৪.কম/আরএম/৩:৩০পিএম/৫/৫/২০১৮ইং)