• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৯:২২ অপরাহ্ন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিরল প্রজাতির বনরুই উদ্ধার!


প্রকাশের সময় : নভেম্বর ১, ২০১৯, ৭:৪৫ PM / ৪৩
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিরল প্রজাতির বনরুই উদ্ধার!

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামরে নাগেশ্বরীতে বিরল প্রজাতির একটি বনরুই উদ্ধার করেছে কচাকাটা থানার পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার কচাকাটা থানার বলদিয়া ইউনিয়নের পূর্বকেদার গ্রামের একটি ধানক্ষেত থেকে তা উদ্ধার করা হয়।

এ প্রসঙ্গে কচাকাটা থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তারা বলদিয়া ইউনিয়নের পূর্বকেদার গ্রামে অভিযান চালান। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীর সদস্যরা ওই প্রাণীটিকে বস্তাবন্দী অবস্থায় একটি ধানক্ষেতে ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে প্রাণীটিকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। শুক্রবার সকাল ১১ টায় বনবিভাগ কর্মকর্তা সাদিকুর রহমান শাহীনের কাছে তা হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে নাগেশ্বরী বন কর্মকর্তা সাদিকুর রহমান শাহীন জানান, বনরুইটি রংপুর বিভাগীয় বনকর্মকর্তার কার্যালয়ে পাঠানো হবে। সেখান থেকে মৌলভীবাজার বনাঞ্চলে এটাকে মুক্ত করা হবে।

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/৭:৪০পিএম/১/১১/২০১৯ইং)