• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৮:০৩ পূর্বাহ্ন

কাজী তাইফুরের ‘বন্ধু’


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৪, ২০১৯, ৬:২০ PM / ৩৭
কাজী তাইফুরের ‘বন্ধু’

__________________________________________________________

বড্ড বেশি মনে পড়ছে আজ তোকে
বন্ধু ছিলি তুই আমার শত্রুও ছিলি
খুনশুঁটিতেও তুই ছিলি আমার বন্ধু।

তুই ছিলি শরতের আকাশ
সকাল দুপুর ভেসে বেড়াতি
মনের আঙিনায়।

বিনা মেঘেই বৃষ্টি ঝরত অঝোর ধারায়
আর তাতেই আমি ভিজে একাকার;
একটু ভুলে দিন পেরুতো
সন্ধ্যা হলেই আবার মান ভাঙতো।

তুই তো আমার বন্ধু ছিলি
কেমন করে ভুলে গেলি!