• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে ২০২৪, ০১:২৩ অপরাহ্ন

কাজী তাইফুরের- ‘একুশ এলেই’


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১২, ২০১৯, ১০:৫৬ AM / ৩৫
কাজী তাইফুরের- ‘একুশ এলেই’

_____________________________________

তোমরা আমায় যতোই বলো
ভুলিতে পারি না সেদিন
শকুনেরা সব আছড়ে পড়েছিল
বায়ান্নোর একুশ ছিল সেদিন।

অক্ষর না-হয় ক’টাই ছিল
গুলি ছিল ঢের বেশি
তাজা রক্তে ভিজেছিল সব
বাংলা ভাষাভাষি।

শহীদ হলো বরকত সালাম
আরো কত ভাই বোন
সবার খবর রেখেছি কি মোরা
ভাষার জন্যে দিল যারা জীবন।

ওখানে একটা মিনার হলো
শহীদ মিনার বলে
একুশ এলেই ফুল নিয়ে মোরা
আছড়ে পড়ি সবে।

কেউ কি ওদের খবর নিয়েছি
জেনেছি ওরা কে?
যাদের রক্তে মা বলে ডাকি
তারা মোদের কারা!

আইন আদালত আইন করেছে
বাংলা হবে ঘরে ঘরে
আইনের সব বইগুলো আজও
ইংরেজিতেই পড়ে।

ইয়োর অনার ইয়োর অনার
ভুলিতে পারেনি আজও
তারাই আবার আইন করেছে
বাংলা হবে ঘরে ঘরে।

একুশ নাকি চেতনা সবার
গুণিজনেরা বলে
বাংলা নিয়ে কাড়াকাড়ি
একুশ এলেই বাড়ে।