• ঢাকা
  • সোমবার, ০৬ মে ২০২৪, ০১:৪০ পূর্বাহ্ন

কাঁদামাখা বৃষ্টির ঘ্রাণ


প্রকাশের সময় : জুলাই ৪, ২০১৮, ১২:৫৪ PM / ৩৪
কাঁদামাখা বৃষ্টির ঘ্রাণ

           সালমান আবির

_________________________________________________

বৃষ্টাির শব্দটা কানে বাজলেই সব কিছু থমকে যায়,
হারিয়ে যায় সেই ছোট্ট বেলায়,
ফুটবল নিয়ে কাঁদা মাখামাখি
মায়ের ভয়ে পুকুর ঘাটে ছোটা ছুটি!

বৃষ্টির ফোটা অদ্ভুদ এক মায়া নিয়ে,
আলোরনে ভরিয়ে দেয় মন,
চোখের অশ্রুকে লুকিয়ে,
আকাশের সাথে কেঁদেছি অনেক বাড়,
নির্বাক দৃষ্টিতে আকাশ দেখেছে আমায়!

বৃষ্টিকে হৃদয়ে মেখে হাঁসতে শিখেছি,
চোখটা বন্ধ করতেই ভেঁসেওঠে-
আমার শৌশবের স্মৃতি।

সময়টা মধুর ছিলো সত্যি,
যখন বৃষ্টিতে না ভেজার বাহানা করতাম,
এক কলা পাতার নিচে,
সব বন্ধু মিলে।

তবে আজ আকাশের সাথে আমিও কেঁদে চলেছি,
বৃষ্টিতে মাখা আমার শৈশবের স্মৃতিকথা,
কাঁদিয়ে চলেছে রোজ।