• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৬:৩২ অপরাহ্ন

কল্পকথা


প্রকাশের সময় : অগাস্ট ১৭, ২০১৯, ১০:৪১ AM / ৩৩
কল্পকথা

সালমান আবির

______________________________________________

গান শুনি আজি কতো গান বাজে কানে
মিষ্টি মধুর কতো সুরে কতো শতো পাখি উড়ে,
ডানা মেলে মেলে চলে গগন বিহার জুরে,
দেখি গো তা নয়নে আমার তৃপ্ত হৃদয়ে

কতো গানে আজি ডাকিতেছো পাখি
উলু বন গুলো ফুলে মাখামাখি
গগন বিহার নক্ষত্রে গেছে ঢাঁকি
সে সুর চিরোচেনা অন্তরে যে বাজে

বাবুই টিয়ার কানাকানি অন্তরে বাজে
গাও তব সখি সে সুর মিলায়ে নিশ্চুপ
হিজল তলে শান্ত দীঘির জলে
মৎসরানী নৃত্যে তালে নেচে চলে

গুনগুন করে তারা যেনো বলে
ঐ যে রাজ্য দেখছো জলপরি রাজ্য।