• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১০:৪২ অপরাহ্ন

করোনাভাইরাসে ডা. আমেনা খানের মৃত্যু


প্রকাশের সময় : মে ২৬, ২০২০, ৬:২৭ PM / ৪৫
করোনাভাইরাসে ডা. আমেনা খানের মৃত্যু

নারায়ণগঞ্জ সংবাদদাতা : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের অবসরপ্রাপ্ত গাইনি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ডা. আমেনা খান মারা গেছেন।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকার আমেনা ক্লিনিকের মালিক ও গাইনি বিভাগের চিকিৎসক ছিলেন তিনি।

নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ইমতিয়াজ আহম্মেদ বলেন, চিকিৎসক আমেনা খান করোনায় আক্রান্ত ছিলেন। মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পারিবারিক সূত্রে জানা গেছে, চিকিৎসক আমেনা খান দীর্ঘদিন নারায়ণগঞ্জ হাসপাতালের গাইনি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ছিলেন। কয়েক বছর আগে অবসর নিয়েছেন তিনি। অবসর নেয়ার পর শহরের খানপুর এলাকায় আমেনা জেনারেল হাসপাতাল ও ক্লিনিক প্রতিষ্ঠা করেন। নিজের হাসপাতালে রোগীদের চিকিৎসা দিয়ে আসছিলেন ডা. আমেনা। করোনায় আক্রান্ত হওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

(ঢাকারনিউজ২৪.কম/কেএস/৬:২৭পিএম/২৬/৫/২০২০ইং)