• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৮:১০ অপরাহ্ন

কবি সালমা শেফা’র একগুচ্ছ কবিতা


প্রকাশের সময় : অক্টোবর ২১, ২০১৮, ৩:১১ PM / ৪১
কবি সালমা শেফা’র একগুচ্ছ কবিতা

১। সীমানা

সীমানা রেখে রাজ্য ভাগ হয়
কিন্তু অমল কোমল মনের
ভাগটা ভাগ করবে কোন মাপে?
ধরো, আকাশ তোমার, আমার,  তাঁর, তাহাদের
কে হবে তাঁর একক অংশীদার?
তোমার আমার মনের সীমানার
কে হবে রূপকার!

২। জীবন

বিসর্জনের ধার ধারি না,
প্রতিদিন ই চাই প্রিয় মুখ।
আমার কাছে জীবন মানে
নিজের মতো বাঁচাই সুখ।

৩। দীপ

প্রতিদিন সূর্যের সাথে সাথে
জেগে উঠি আমি…….
কপালে আলোর ঝলক মেখে
সিঁথী বরাবর সূর্য উঠুুক
জেগে উঠুক জন্মের পলক নিয়ে,
এক খণ্ড সোনালী টিপ
জ্বলে উঠুক হাজারো দীপ!