• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ০৬:২২ পূর্বাহ্ন

কবি বাপ্পি সাহা’র গ্রন্থ “সকলের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান” বইয়ের মোড়ক উন্মোচন


প্রকাশের সময় : ডিসেম্বর ২১, ২০২০, ১১:২৭ PM / ৪৩
কবি বাপ্পি সাহা’র গ্রন্থ “সকলের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান” বইয়ের মোড়ক উন্মোচন

নিজস্ব প্রতিবেদক : কবিসংসদ বাংলাদেশ আয়োজনে বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদে অনুষ্ঠিত হলো ১৯ তম বঙ্গবন্ধু কবিতা উৎসব।
বিজয়ের ৫০ বছরে কবিসংসদ বাংলাদেশ এর আয়োজনে বঙ্গবন্ধু কবিতা উৎসবের সভপতিত্ব করেন কবি ইউসুফ রেজা,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশ বরেণ্য কবি মুহম্মদ নুরুল হুদা উদ্বোধক হিসেবে ছিলেন কবি শাফিকুর রাহী, প্রধান অলোচক হিসেবে ছিলেন কবি তৌহিদুল ইসলাম কনক
অনুষ্ঠানের আহবায়ক ছিলেন কবি বাপ্পি সাহা ও সদস্য সচিব ওয়ালি জসিম,অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মাজারুল ইসলাম খোকন,কবি আসাদ কাজল,অরুন সরকার রানা সাধারন সম্পাদক বঙ্গবন্ধু সাংস্কৃতি জোট,কবি মুহম্মদ রিশাদ হুদা, আব্দুল জহিরুল কাইয়ুম।
প্রথমে বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা পাঠ আলোচনা আবৃত্তি ও বাপ্পি সাহা’র রচিত বঙ্গবন্ধু কে নিয়ে নতুন বই “সকলের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বইটির মোড়ক উন্মোচন করা হয় বইটি উৎসর্গ করা হয় বিশ্ব মানবতার জননী,এশীয় রাজনীতির উজ্জ্বল নক্ষত্র,গণতন্ত্রের মানসকন্যা,বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধির অবিসংবাদিত জননন্দিত নেত্রী, দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।
কবিতা পাঠ করেন কবি কুমকুম কবির,কবি বাপ্পি সাহা,কবি সিদ্দিকুর রহমান,ফাহিমা মনি, আশিষ মাহমুদ সহ প্রমুখ।
(ঢাকারনিউজ২৪.কম/কেএস/১১:২২পিএম/২১.১২.২০২০ইং)