• ঢাকা
  • বুধবার, ১৫ মে ২০২৪, ০৮:৩৬ অপরাহ্ন

কবি ইয়াদী মাহমুদের ৫৯তম জন্মদিন আজ


প্রকাশের সময় : নভেম্বর ৪, ২০২০, ৫:৪৯ PM / ৫০
কবি ইয়াদী মাহমুদের ৫৯তম জন্মদিন আজ

জাহাঙ্গীর হোসেন : কবি, শিল্পী, সাংবাদিক, সাহিত্যিক ও বিনোদনের প্রাণ পুরুষ কবি ইয়াদী মাহমুদের ৫৯তম জন্ম বার্ষিকী আজ।

ইয়াদী মাহমুদ ১৯৬০ সালের ৪ঠা নভেম্বর নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার রাজবাড়ির একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। পুরো নাম সৈয়দ আবুল হাসনাত ইয়াদী মাহমুদ। মজার ব্যাপার হলো তিনি মহরমের দশ তারিখ মানে আশুরার দিন জন্মলাভ করেন। তাই তার চিন্তা চেতনায় এবং কর্মে আধ্যাতিকতার কিছুটা অনুমান পাওয়া যায়। তার লেখা চমচম্ (ছড়া) ১৯৭৮ সালে, যে চোখে তোমায় দেখি (কবিতা) ১৯৮৪ সালে, সোনার হরিণ (কবিতা) ১৯৯০ সালে প্রকাশ পায় এবং লেখালেকির মাধ্যমে বেশ খ্যাতি অর্জন করেন, পাগল তত্তের উপর একটি গ্রন্থ প্রকাশার অপেক্ষায়। বিভিন্ন ম্যাগাজিন ও সংবাদপত্রের প্রকাশনার সাথে ও তিনি জড়িত। ১৯৮০ সালে প্রকাশিত প্রিজম ম্যাগাজিনের সম্পাদনায় ছিলেন যা ১৯৯১ সাল অবধি প্রকাশ পায়, এছাড়াও রক্তজবা সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতির দায়িত্ব পালন করেন। জাতীয় কবি সংগঠন অনুপ্রাসের সূচনা লগ্ন থেকে তিনি জড়িত। বর্তমানে তিনি জেলা শাখার সহ-সভাপতির পদে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলা একাডেমির সদস্য পদ লাভ করেন।
(ঢাকারনিজ২৪.কম/এসডিপি/৫:৪৯পিএম/৪.১১.২০২০ইং)