• ঢাকা
  • সোমবার, ১৭ Jun ২০২৪, ১১:৫৯ অপরাহ্ন

কবির কষ্ট


প্রকাশের সময় : জানুয়ারী ১০, ২০২০, ৯:০৩ PM / ৪১
কবির কষ্ট

গোলাম কবির

_______________________________

শুধু আমার কবিতা নয়, আমাকেও পড়,
পড়ে দ্যাখো কত বড় কষ্টের জলপ্রপাত
রয়েছে এই মনের গহীনে।
যাকে খুঁজে ফিরছি আজীবন,
তাকে না পাওয়ার শূন্যতা বুকে নিয়ে
আমার হৃদয়ের নীল কষ্ট গুলো এখন
মেঘ হয়ে সুনীল আকাশে ভাসছে।
মাঝে মাঝে বিনিদ্র রজনীতে ইচ্ছে হয়
চিৎকার করে কাঁদি কিন্তু পারি না তা,
কান্না গুলো দলা পাকিয়ে কণ্ঠ রোধ করে থাকে।
আমার কষ্ট গুলো কবিতায় তুলে দেবো
পাঠকের সামনে ভেবে লিখতে বসি
অথচ তাও পারি না, খালি কাটাকাটি করতে থাকি আর অক্ষমতায় নিজেরই চুল ছিঁড়ি বারবার।
কবির কবিতায় শুধু আনন্দের আশ্রমই নয়, আছে দুঃখের দীর্ঘতম সমুদ্র, সেখানে ও একটু ঘুরে সাঁতরে এসো, দ্যাখো তল পাও কি না?