• ঢাকা
  • সোমবার, ২০ মে ২০২৪, ০৩:৩৪ পূর্বাহ্ন

“কবিতার ভালোবাসা যার ওপর ভর করে”


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৫, ২০২২, ১২:০৮ PM / ৪৭
“কবিতার ভালোবাসা যার ওপর ভর করে”

গোলাম কবির

_________________________________________

কবিতার ভালোবাসা
যার ওপর ভর করে,
পৃথিবীর আর সবকিছু
তার কাছে তুচ্ছ মনে হয়!

কবিতার ভালোবাসা
যার ওপর ভর করে,
সে সমুদ্রের গর্জন শুনে
মন খারাপ করে।

কবিতার ভালোবাসা
যার ওপর ভর করে,
নদী এবং নারীর ভালোবাসা
তাকে কাছে টানে।

কবিতার ভালোবাসা
যার ওপর ভর করে,
সে পাহাড় এবং অরণ্যের
একাকীত্বের প্রেমে পড়ে।

কবিতার ভালোবাসা
যার ওপর ভর করে,
আকাশের বিভিন্ন রঙের মেঘের
সাথে তার বন্ধুত্ব হয়,
জল ভরা মেঘের কান্না শুনে
তার মেধার চাকুতে কতো কবিতায়
শানিত ছুরির ফলায় কখনো
মানুষের হৃদয় এফোঁড়ওফোঁড় হয়ে যায়
আবার কখনো মানুষের মন
আনন্দে উৎফুল্ল হয়!

কবিতার ভালোবাসা
যার ওপর ভর করে,
দুঃখ তার বুকে লিখে নাম।

কবিতার ভালোবাসা
যার ওপর ভর করে,
হৃদয় তার পরিযায়ী পাখি হয়ে যায়!

কবিতার ভালোবাসা
যার ওপর ভর করে,
মানুষের সুখ-দুঃখ, আশা-নিরাশা,
অতীত-বর্তমান ও আগামীর স্বপ্ন গুলো
উঠে আসে শব্দের সেলাই করা কাঁথার
পরতে পরতে সুনিপুণ ভাবে, পরম মমতায়!