• ঢাকা
  • বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪, ০৭:৩৮ অপরাহ্ন

উপলব্ধি


প্রকাশের সময় : অগাস্ট ২৭, ২০১৮, ১২:০৮ AM / ৩৪
উপলব্ধি

মামুন রনি
_____________________________________________________
উড়ে যাওয়া ধূলির সঙ্গে উড়িয়ে নাও আমায়
আমি চঞ্চলতায় ফিরবো তোমার পদাঘাতে
বাতাসের ঢেউয়ে জমবো গিয়ে সবুজ পত্রে
চলাচলের সাক্ষী হবো উঁকি দেওয়া ঘাসের সাথে,
যেমন করে কলকলিয়ে কবির মতো নদী চলে
দু ধারের সব কাব্যে গড়া জীবন নিয়ে
তোমার পায়ের স্পর্শ নিয়ে তেমন করে জীবন হবো,
জীবন নিয়ে থাকবো পড়ে ঘাসের সাথে কাব্য হয়ে।
আমি তোমার পায়েই কাব্য হবো, থেকো তুমি কবি হয়ে
তোমার ছোঁয়ায় ধন্য হবো, কাব্য কথার জীবন নিয়ে।