• ঢাকা
  • বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪, ০৯:৩৫ অপরাহ্ন

ইসলামী কবিতা


প্রকাশের সময় : অগাস্ট ২৮, ২০১৮, ১২:১৮ AM / ৩৮
ইসলামী কবিতা

মাওলানা ওয়ায়েজউদ্দিন আহমদ
_________________________________________________
কত শত ঋষি অন্ধকারে
অনাহারে কিবা কভু বাতাহারে
করে সাধনা সমাধি শুধু কন্দরে
বলো মুখে লা-ইলাহা ইল্লাল্লাহ।

তবু পায়না তাঁর তত্ত্ব-বার্তা
দেব পরাভবে, নর সাধ্য কোথা?
সেই নিজেই বিদিত সে যে কি তা
বলো মুখে লা-ইলাহা ইল্লাল্লাহ।

দেখ মনসুর ইব্রাহীম
মহিউদ্দীন হাফেজ অনুপম
শামস্ তাবরেজ শিবলি নাহি সম
বলো মুখে লা-ইলাহা ইল্লাল্লাহ।