• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০১:১৮ পূর্বাহ্ন

ইউটিউবের সদর দপ্তরে গুলি! নিহত ১, আহত ৪


প্রকাশের সময় : এপ্রিল ৪, ২০১৮, ১১:০১ AM / ৩৯
ইউটিউবের সদর দপ্তরে গুলি! নিহত ১, আহত ৪

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : উত্তর ক্যালিফোর্নিয়ায় ইউটিউব সদর দপ্তরে গুলিবর্ষণের ঘটনায় একজন নিহত ও ৪জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সান ফ্রান্সিসকো শহরের দক্ষিণে বিশ্বের সবচেয়ে বড় ভিডিও সাইটটির ক্যাম্পাস। সেখানেই গুলির ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

সান ব্রুনো শহরের পুলিশ চীফ এড বারবেরিনি বলেন, একজন নারী বন্দুকধারী নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় সময় দুপুর একটার দিকে গুলিবর্ষণের সাথে সাথে জরুরী সেবায় ফোন পেয়ে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ।

পুলিশ জানাচ্ছে, আত্মাঘাতী হয়ে নিজেই নিজের মৃত্যু ঘটিয়েছে এ নারী। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের পরিচয় সম্পর্কে কিছুই জানা যায়নি এখনো।

ইউটিউব সদর দপ্তরে আনুমানিক ১,৭০০ জন কর্মরত। ঘটনার পরপরই অনেকেই মাথায় হাত তুলে বের হয়ে আসে। এপি জানাচ্ছে, আহত তিনজনের মধ্যে একজনের অবস্থা গুরুতর। গুলিতে একজন তরুণী আহত হয়েছেন বলে ফক্স টিভি চ্যানেলকে জানিয়েছেন ইউটিউবের একজন কর্মকর্তা।

সান ফ্রান্সিসকো শহরের দক্ষিণে বিশ্বের সবচেয়ে বড় ভিডিও সাইটটির ক্যাম্পাস। সেখানেই গুলির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ইউটিউবের মূল প্রতিষ্ঠান গুগল জানাচ্ছে, তারা এ গুলির ঘটনা খতিয়ে দেখছে।

ইউটিউবের একজন কর্মকর্তা ভাদিম ল্যাভরুসিক টুইটার বার্তায় জানাচ্ছেন, সক্রিয় বন্দুকধারীরা ব্যাপক গুলিবর্ষণ চালিয়েছে। টড শ্যারমেন নামের আরেক কর্মকর্তা জানাচ্ছেন, এ সময় আমরা মিটিং-এ ছিলাম। হঠাৎ মানুষের দৌড়াদৌড়ি দেখে মনে করেছিলাম, ভূমিকম্প হচ্ছে।

গুগল জানিয়েছে, এ ঘটনায় তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে একসাথে কাজ করে যাচ্ছে। তবে বিস্তারিত তথ্য পেলেই প্রকাশ করা হবে বলে তারা জানিয়েছে।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১০:৫৫পিএম/৪/৪/২০১৮ইং)