• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে ২০২৪, ১২:৫৬ পূর্বাহ্ন

আলো আঁধারী


প্রকাশের সময় : ডিসেম্বর ২১, ২০২৩, ৩:২০ PM / ১১৯
আলো আঁধারী

আবু নাসির

__________________________________________________

বরিষণ শেষে চাঁদ এসে
মেঘের আড়াল হতে
আমায় দেখে হেসে বলে
দেবো না তোমায় যেতে।
থাকতে হবে আমার সাথে
আছি যতোক্ষন আকাশে
শোনাতে হবে ভাটিয়ালী ধুন
বাঁশরীর সুরের আবেশে।
দখিনা সমিরণে ভাসিয়ে দাও
জ্যোৎস্না মাখা ভাটিয়ালী সুর
যাক ছুটে যাক ডানা মেলে
এ প্রান্ত থেকে দূর বহু দূর।
এলিয়ে দাও তব কৃষ্ণ কুন্তল
জ্যোৎস্না মেশানো নদীর জলে
ভরেছে ধরা আলো আঁধারীর
অপরূপ এক রূপ অতলে।
হেথা ছেড়ে তুমি যাবে কোথায়
আমায় একা ফেলে
আবার আমায় ঘিরবে কালো মেঘ
যদি যাও তুমি চলে।।