• ঢাকা
  • বুধবার, ১৫ মে ২০২৪, ০৪:৪৯ পূর্বাহ্ন

আমি তোদের ঘৃণা করি


প্রকাশের সময় : জুন ১৯, ২০২০, ৭:১৭ PM / ৪৪
আমি তোদের ঘৃণা করি

কায়েস সজীব 
______________________________

আমি মূর্খ অধম
একটি মানুষ এটাই বাস্তব সত্য ,
আমি বোকা মানুষ – ই – রয়ে গেলাম ।

জীবন নাটকে আর
কত কথা শুনেই – শুনে –
আমার মুখস্ত করতে হবে জানিনা

করিছ তোরা মেয়ে কিশোরী
অমানবিক দর্শন – শরমে থাকে চুপচাপ
মরনে হয় তোলপাড় – হয় না বিচার আজও
বলিছ তোরা হাজার কুর্মে সেঞ্চুরীয়ান
পৃথিবী কে করে লুটপাট দিবা নিশি
মানুষ হয়ে অমানুষ সাজে
মুখোশের আড়ালে – টাকার মান
যায় কমে – সব কিছুর মূল্য বৃদ্ধি তে মশগুল

মানুষ হয়ে করে যাচ্ছে
অদল বদলের কাজকর্ম
করে যায় ইবলিশ শয়তানের কাজ গুলো
ত্যাগ করে শেষ নিঃশ্বাস

পৃথিবী থেকে নিতে পারেন না কিছুই
সস্তা পেয়ে কবরে নিয়ে
যায় হাজার কোটি পাপের বস্তা –
তারপর তাদের হয়না জ্ঞান
নেশা করে ঘুমের জগৎ করে তোলপাড়
ওরে ও বোকা মানুষ থামাও তোমার
সব খারাপ কাজকর্ম

অগুছানো জীবন আমার
তোরা আমার কে ?
তোরা কেন করিস
কুচিন্তা আমারে নিয়ে
তোদের চোখের ও মনের
শয়তানি কাজের জন্য –

আরে মানুষ – আরে বেহুশ
খাবি কত খা – মশার মতো রক্ত
বেশী করে খা – তারপর দেখবি নিজেই
নরাচরা করতে নাহি পারে
এক চতকনায় যাবি যমের বাড়ী
আর ফিরে নাহি আহে –

জীবন নাটকের
শেষ দৃশ্য এসে যাবে –
যারা ভালো তাঁরা
করবেন সঠিক চিন্তা

যারা ভালো তাঁরা
করবেন সঠিক বিচার –
সঠিক বিচার হবেই – হবে
হে খারাপ বোকার দল ।

তোদের আমি ঘৃণা করি –
কুচিন্তা করিস কেন
আমারে নিয়ে দিবা – নিশি ?
হে খারাপ বোকার দলেরা ।

আমি তোদের ঘৃণা করি
হে খারাপ বোকার দল।