• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৯:৩৩ পূর্বাহ্ন

আমাদের একুশ


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৫, ২০১৯, ১১:২৩ PM / ৩৯
আমাদের একুশ

মো. কামরুল ইসলাম
——————————–
বছর ঘুরে আবার এলো ফেব্রুয়ারি
জাতীয়তা বোধে উজ্জীবিত বাঙ্গালী।
বায়ান্নোর এমন দিনে ফুটেছিল কত শিমুল-পলাশ
তবু ওরা চাইল পড়াতে তোমার গলায় উর্দূর ফাঁস।
রাজপথে ছাত্র-জনতা মিলিয়ে হাতে হাত
“রাষ্ট্রভাষা বাংলা চাই” শ্লোগান মুখর দিন রাত।
ভয়াত্ম হায়েনা,ভীরু কাপুরুষ চাললো গুলি
রফিক সালাম জব্বার… কত ভাই দিল আত্মাহূতি।

ছাপ্পান্নতে পেলাম বাংলা তোমার স্বীকৃতি
এরা কোন জন? করছে তোমার বিকৃতি!!!
তোমার মাঝেই রোপিত ছিল স্বাধীনতার স্বপ্ন
ত্যাগের মহিমায় ভাস্করের নতুন এক গল্প।

নিরানব্বইতে জাতিপুঞ্জ বাড়ালো তোমার সম্মান
এতো আমার কথা-জাগলো কোটি কোটি প্রাণ।
তাইতো এখন বিশ্বজুড়ে তুমি একুশ ফেব্রুয়ারি
ভাইয়ের রক্তে রাঙ্গা, আমি কি ভুলতে পারি।