• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৮:০৭ পূর্বাহ্ন

‘আমরা কেবলই মানুষ’


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৬, ২০১৯, ৩:৫৫ PM / ৫১
‘আমরা কেবলই মানুষ’

সোনিয়া দেওয়ান প্রীতি
_________________________________________________
না আমি নারী, না পুরুষ,
আমিতো মানুষ,
তুমি যেমন আমিও তাই।
পৃথিবীতে যেমন দিন থাকে তেমনি রাত,
যেমন থাকে সাদা অথবা কালো,
যেমন লম্বা বা খাটো,
যেমন চিকন বা মোটা।
নারী বা পুরুষ যাই হই না কেনো
তুমি আর আমি- আমরা কেবলই মানুষ।
কে বড় কে ছোট তা দেখার বিষয় নয়,
আমরা কেবলই মানুষ।
আখেরাতে আমার পাপের বিচার হবে,
তোমার হবেনা? তা নয়,
সৃষ্টিকর্তার কাছে সবাই সমান-
আমরা কেবলই মানুষ।
সংসার তোমার একার নয়,
তেমনি আমারো একার নয়।
দায়িত্ব কেবলই তোমার একার নয়,
আমারো আছে সমপরিমান, যেমন আছে অধিকার।
এই পৃথিবীতে স্বস্তির নিঃশ্বাস ফেলার অধিকার
কেবলই তোমার একার নেই, আমারো আছে
কারণ, তুমি আর আমি- আমরা কেবলই মানুষ,
আমায় সম্মান দাও, তুমিও সম্মান নাও।