• ঢাকা
  • সোমবার, ২৭ মে ২০২৪, ০৩:৩২ পূর্বাহ্ন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে সাহেবপাড়ার আল-হেরা ইন্টারন্যাশনাল স্কুল


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২১, ২০১৯, ৮:২৭ PM / ৩৩
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে সাহেবপাড়ার আল-হেরা ইন্টারন্যাশনাল স্কুল

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জের সাহেবপাড়ায় অবস্থিত আল-হেরা ইন্টারন্যাশনাল স্কুলের উদ্যোগে স্কুল প্রাঙ্গনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। এ উপলক্ষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, শহীদদেও মাগফিরাতের জন্য দোয়া করা, আলোচনা সভা ও দেশাত্ববোধক সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্কুলের চেয়ারম্যান মিজানুর রহমান ভূইয়া। বক্তাগণ বাংলা ভাষার শুদ্ধ ব্যবহারের উপর জোর দেন এবং চকবাজারে অগ্নিকান্ডে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন।

স্কুলের উপদেষ্টা মোবারক হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী হাজী সুমন কাজী, স্কুলের উপদেষ্টা ফরহাদ হোসেন ভুইয়া, আনসারুল হক, নুরুল হক, মো. শাহজাহান, জনাব ঝন্টু ও এডভোকেট এ সালাম। স্কুলের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আবদুল অদুদ অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন। বক্তব্য রাখেন সহকারি প্রধান শিক্ষক নাদিরা আক্তার, শিক্ষার্থী আবদুল্লাহ নাকিব প্রমুখ।
(ঢাকারনিউজ২৪.কম/কেএস/৮:২৯পিএম/২১/২/২০১৯ইং)