• ঢাকা
  • শুক্রবার, ১০ মে ২০২৪, ০৪:০৮ অপরাহ্ন

আত্রাইয়ে মে দিবসে খাবার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ


প্রকাশের সময় : মে ১, ২০২০, ৯:৫৪ PM / ২৯
আত্রাইয়ে মে দিবসে খাবার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

মো. রুহুল আমীন, আত্রাই প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে জেলা স্বেচ্ছাসেবক লীগের পক্ষে ত্রাণ বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে আহসানগঞ্জ স্টেশন চত্তরে ২৩০ জন কুলি, হোটেল ও চা স্টল শ্রমিক, হকার, তৃতীয় লিঙ্গ, দুস্থ মহিলা ও শ্রমিকদের মাঝে চাল, ডাল, আলু ও নগদ অর্থ বিতরণ করেন নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক সুমন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওমর ফারুক সুমন বলেন, দুর্যোগ মোকাবিলায় সরকারের যথেষ্ট প্রস্তুতি রয়েছে। যেহেতু করোনা সংকট শিথিল না হওয়া পর্যন্ত সাধারণ মানুষ স্বাভাবিক জীবন-যাপন করতে পারছেন না। তাই সরকারকে এ দুর্যোগ মোকাবেলায় সমাজে বৃত্তবানদের সহযোগিতার হাত বাড়ানোর আহবান জানান তিনি।
(ঢাকারনিউজ২৪.কম/আরএম/৯:৫২পিএম/১/৫/২০২০ইং)