• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৬:০১ অপরাহ্ন

আত্মহারায় প্রশান্তি


প্রকাশের সময় : জুলাই ২৯, ২০১৯, ৮:৪০ AM / ৩১
আত্মহারায় প্রশান্তি

শিল্পী মাহমুদা
————————————–
নিশুতির আঁধোপ্রাণে আলোর গান শুনে
দিনের অপেক্ষা নিয়ে চলি চলন্ত হৃদয়ে ,
অস্থির সংকল্পে কল্পনায় জড়তা আঁকড়ে
জীবন ঐ পুনুরুদ্ধারে উজাড় করি স্মৃতি রোমন্থনে ।

দ্যাখো চেয়ে
মনে তে আষাঢ় এলো
প্রানে ঐষষ্টির মধু , শুধু ধুধুই বিদায় নিলো ।
ছায়াঘরে আলো জালাও সন্ধ্যা প্রদীপে
ভুলে যাও
অকাল রাত ডুবে আছে অপরাহ্নে ।

গভীরে জালো মনোজ্ঞান ছল বিবেকের জন্যে ,
জীবন অনুদানে প্রমুখে স্থির পদ , সে তুমিই গন্য ।
বিষন্ন বদনে বিষাদেরা মনের আলিঙ্গনে চিনে
ক্লান্ত মরু পাড়ি দেবার পাহাড় ভেঙে নিবে ,

হাজারো স্বপ্ন দুঃস্বপ্নের ন্যায় আনাগোনা
জীর্ণতার অভিশাপে কুকড়ানো অজানা
যদি প্রাণ
আত্মহারায় প্রশান্তি খোলে
শিহরণে অধমে ভঙ্গিমায় পরিপূর্ণে দোলে ।

এই নির্বোধ আঁখি চখি কল্প কথায়
পড়ে বাকী জীবন তোমার যদিও মগ্ন প্রায় ,
স্বেচ্ছায়
দ্বায় ভেঙে দিয়ে রাত্রি পল্লবে ছুঁয়ার অধ:পতন
তাইতো আমার নিজের মতন ॥