• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৫:৪১ পূর্বাহ্ন

আত্মবিশ্বাসের অভাবেই ভিলেন চরিত্রে শাহরুখ!


প্রকাশের সময় : জানুয়ারী ২১, ২০১৭, ২:০৫ PM / ৪৪
আত্মবিশ্বাসের অভাবেই ভিলেন চরিত্রে শাহরুখ!

 
ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : ‘দিওয়ানা’তে দিব্যা ভারতীর বিপরীতে নায়ক হিসেবে অভিষেক হয় শাহরুখ খানের। এরপর তাকে একের পর এক সিনেমায় নেতিবাচক চরিত্রে দেখা যায়। প্রথমদিকে অনেকেই বলেছিলেন শাহরুখ ভুল সিদ্ধান্ত নিয়েছেন। পরে প্রমাণিত হয়, কিং খান ভুল করেননি।

বর্তমানে বলিউডের অদ্বিতীয় বাদশাহ এ সুপারস্টার। কী আশ্চর্য, সেই নায়ক হয়ে উঠার গোড়ায় তিনি ভিলেনই ছিলেন! বলিউডের অন্য নায়করা এ চরিত্রে অভিনয় করতে চাননি৷ ঝুঁকি নিয়েছিলেন শাহরুখ৷

অভিনেতা হিসেবে আত্মবিশ্বাসই কি তাকে এই চরিত্রগুলো বেছে নিতে সাহায্য করেছিল? শাহরুখ বলছেন, ‘না৷ ঠিক তা নয়৷ আসলে আত্মবিশ্বাসের অভাবই আমাকে এই চরিত্র নিতে বাধ্য করেছিল৷’

তবে আত্মবিশ্বাসের অভাব অভিনয় নিয়ে নয়, লুক নিয়ে৷ শাহরুখ মনে করতেন, তার চেহারা নায়কের মতো নয়৷ এক পরিচালকও বলেছিলেন, তিনি এতটাই সাধারণ দেখতে যে কোনো চরিত্রের জন্যই তাকে নেওয়া যায়৷ ফলে শাহরুখ ভেবেছিলেন নায়ক না হয়, তো ভিলেনই সই৷

তিনি অমিতাভ বচ্চন বা ঋষি কাপুর হওয়ার পথে দৌড়াননি৷ তারা ছিলেন সেই সময়ের বিখ্যাত নায়ক৷ এমনকি আমির ও সালমান হওয়ার কথাও ভাবেননি৷ তারাও সে সময় চুটিয়ে কাজ করছেন৷ তাই নায়ক নয়, শাহরুখ শুধু অভিনয় করতে চেয়েছিলেন৷ লুক যাই হোক, তিনি অভিনয়টা করতে জানেনই৷ তাই যেভাবে হোক অভিনয় করে যেতে চাইছিলেন৷
(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১:৫০পিএম/২১/১/২০১৭ইং)