• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৩:৪৭ পূর্বাহ্ন

আত্মতৃপ্ততা


প্রকাশের সময় : নভেম্বর ৯, ২০১৮, ১:২৭ PM / ৩৮
আত্মতৃপ্ততা

(কবিতা সমগ্র–৬৩৩)
স্বপন সরকার
______________________________________________
মৌন খেয়ালী বাতাসে নিবিড় করে নেই প্রকৃতি
শুরু করি নতুন শব্দমালা থেকে জীবন,
শব্দের করুন ইতিহাস মনের দরজায় নাড়েনা কড়া
শেষ হয় যত ছিল দু:খের সাতকাহন।
অযাচিত মনের আঁকা বাঁকা কষ্টের নীল জলে
ভাসেনা আর বেদনার নীল কষ্ট,
যেখানে ছিল একাকীত্বের তীব্র জ্বালাময় দগ্ধতা
হীম শীতলের হাওয়ায় করেছে প্রাণ তুষ্ট।
আজ নৈসর্গের ঘ্রাণ দিয়ে যায় সকাল,দুপুর সাঁজে
খোলা জানালায় উঁকি দেয় বসন্ত হাওয়া,
অতৃপ্ত মনের তৃষ্ণার্ত প্রাণ মিটাই তৃপ্ততার স্বাদে
তৃপ্ত প্রাণে তাই বলি এ এক পরম পাওয়া।
পাল্টে দিয়েছে আজ পরিপূর্ণভাবে অগোছালো মন
ব্যথার নৃত্যগুলো ভুলে গেছে তাল,লয় ছন্দ
শুরু করেছি নতুন শব্দমালা দিয়ে গোছাতে জীবন
আত্মতৃপ্ততায় ঝেড়েও ফেলেছি দ্বিধাদ্বন্দ্ব।