• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১২:৫৫ পূর্বাহ্ন

আজ রাজনীতিক-কলামিস্ট মোমিন মেহেদীর জন্মদিন


প্রকাশের সময় : অগাস্ট ২৮, ২০১৮, ১২:৫৮ PM / ৩৯
আজ রাজনীতিক-কলামিস্ট মোমিন মেহেদীর জন্মদিন

ঢাকারনিউজ২৪.কম, প্রেস বিজ্ঞপ্তি : আজ ২৮ আগস্ট রাজনীতিক কলামিস্ট মোমিন মেহেদীর জন্মদিন। তিনি ১৯৮৫ সালের এই দিনে ময়মনসিংহে জন্মগ্রহণ করেন। পুরো নাম মোমিনুল ইসলাম মেহেদী হলেও তিনি মোমিন মেহেদী নামেই সর্বাধিক পরিচিত। বাংলাদেশ টেলিভিশনের তালিকাভূক্ত গীতিকার মোমিন মেহেদী একাধারে লেখক-সমাজসেবক-শিক্ষানুরাগী ও সংগঠক। শৈশব থেকেই আন্দোলন-সংগ্রামে যুক্ত মোমিন মেহেদী ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক শিক্ষা-সাহিত্য-সাংস্কৃতিক-সামাজিক ও স্বেচ্ছাসেবি সংগঠন সাউন্ডবাংলা’র নির্বাহী পরিচালক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার আন্দোলন জোটের সাধারণ সম্পাদক (২০০৪-২০০৬) ও সভাপতি (২০০৭-২০০৯) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এসময় তিনি ডাকসু নির্বাচন কার্যকর আন্দোলনের আহবায়কের দায়িত্ব পালনের সাথে সাথে একটি ছাত্র সংগঠনের সহ-সভাপতির দায়িত্বও পালন করেন। বঙ্গবন্ধু লেখক পরিষদ ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ঢাকা বিশশ্ববিদ্যালয়ের পরপর ৩ বারের নির্বাচিত সভাপতিও ছিলেন তিনি। ১৯৯৫ সালে দৈনিক ইত্তেফাকে প্রথম লেখা প্রকাশের পর থেকে বাংলাদেশের সকল পত্র পত্রিকায় নিয়মিত লিখে চলেছেন। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৫২। এর মধ্যে উল্লেখযোগ্য ডিভোর্স (২০০৪), শকুনেরা উড়ছে (২০০৫), কাকতুড়–য়ার দেশে (২০০৭), এই চাকাটা ভালোবাসার (২০০৭), সময়কথন সিরিজগ্রন্থ(১,২,৩), +ভূত-ভয়, বাবা, কাগজের ভূত, বাংলাদেশে স্বপ্ন, আমাদের পিতা তিনি আমাদের মিতাও, ভাষা আন্দোলনের কিংবদন্তি, ভাষাসৈনিক রেজাউল করিম, সময়র আয়নায় ভাষাসৈনিক লায়ন শামসুল হুদা ইত্যাদি। তিনি শিক্ষা-সাহিত্য-সাংস্কৃতিক-সামাজিক-স্বেচ্ছাসেবি ও রাজনৈতিক অঙ্গনে বিশেষ অবদানের জন্য অগ্নীবীণা স্বর্ণ পদক ২০০১, অনিবার্ণ পদক ২০০২, জাতীয় কবি নজরুল সম্মাননা ২০০৫, কবিগুরু পদক ২০০৭, কবি সুফিয়া কামাল পদক ২০০৮, সিএমএম-স্বপ্নালোক পদক ২০০৮, ইউএনজিপি এ্যাওয়ার্ড ২০০৯, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংস্কৃতি সম্মাননা ২০১০, বঙ্গবন্ধু সম্মননা ২০১১, ন্যাশনাল ডায়ালড এ্যাওয়ার্ড ২০১২, আনন্দ সভা (ভারত) ২০১৩, নাট্যসভা সম্মননা ২০১৪, বেস্ট এশিয়ান রাইর্টার্স এ্যাওয়ার্ড ২০১৫  সহ বিভিন্ন পদক ও সম্মাননা পেয়েছেন। নতুন প্রজন্মের রাজনৈতিক ধারা নতুনধারা বাংলাদেশ-এনডিবি’র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোমিন মেহেদী কর্পোরেট প্রতিষ্ঠান এসবিটেল ও প্রকাশনা ওপ্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডবাংলার সিইওর দায়িত্ব পালন করছেন, সহধর্মিনী কথাশিল্পী শান্তা ফারজানার প্রতিষ্ঠিত সাউন্ডবাংলা স্কুল খিলগাঁও ও সাভার শাখার প্রতিষ্ঠাকালিন সময় থেকে পরিচালক হিসেবে যুক্ত রয়েছেন।  শিক্ষা-সাহিত্য-সাংস্কৃতিক-সামাজিক-স্বেচ্ছাসেবি ও রাজনৈতিক কর্মী হিসেবে কাজ করলেও তার মূল চিন্তা-চেতনা জুড়ে রয়েছে পরিবর্তনের স্বপ্ন। যে পরিবর্তনের মধ্য দিয়ে আমাদের রাজনৈতিক অন্ধকার-ধর্মীয় কুসংস্কার-দুর্নীতি-খুন-গুম-সন্ত্রাসী কর্মকান্ড বিলুপ্ত হবে। এই প্রতিবেদকের সাথে আলাপকালে বলেন, নতুন প্রজন্মের রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে একটি সম্মৃদ্ধ বাংলাদেশ গড়তে সারাদেশে কাজ করছি। আর তারই ধারাবাহিকতায় বরিশাল-৪ সহ সারাদেশে সাধারণ মানুষের রায় নিয়ে আগামী নির্বাচনে বিজয় আনবোই। অন্তত আমার পৈত্রিক নিবাস বরিশাল-৪-এর জনগন আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেই। সেভ দ্য রোড, অনলাইন প্রেস ইউনিটি, মানবাধিকার বাংলাদেশ, জাতীয় পরিবেশধারা, স্বপ্নালোক আবৃত্তি মঞ্চ, নতুন আলো নাট্যাঙ্গণ ও ক্যাপিটাল চেম্বার অব কমার্স-এর প্রতিষ্ঠাতা মোমিন মেহেদীর জন্মদিনকে ঘিরে তরুণ সাংবাদিক ঐক্য মঞ্চ, কলামিস্ট ফেডারেশন, পলিটিক্যাল ডায়ালগ, বাংলাদেশ এডুকেশন সোসাইটি এবং নতুনধারা বাংলাদেশ এনডিবি ভিন্ন ভিন্ন আয়োজন সাজিয়েছে বলে জানিয়েছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির মিডিয়া সেল সদস্য শায়লা আরেফিন।

 

উল্লেখ্য, মোমিন মেহেদীর প্রতিষ্ঠিত রাজনৈতিকধারা নতুনধারা বাংলাদেশ এনডিবি ৪২ জেলা, ১০২ উপজেলা কমিটি, কার্যালয়ের চুক্তি, ট্রেজারারি চালানের কপি, ব্যাংক একাউন্ট, বিধিমালা, গঠনতন্ত্র, ঘোষণাপত্র সহ সকল শর্তপূরণ করে নির্বাচন কমিশনে আবেদন করেছে।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১২:৫৮পিএম/২৮/৮/২০১৮ইং)