• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৩:১৪ পূর্বাহ্ন

অস্ট্রেলিয়া আমাদের সঙ্গে খেলার জন্য সময় চাচ্ছে : পাপন


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১১, ২০১৭, ৭:২১ PM / ৫৩
অস্ট্রেলিয়া আমাদের সঙ্গে খেলার জন্য সময় চাচ্ছে : পাপন

 

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : ২০১৫ সালের অক্টোবরে বাংলাদেশ সফরে আসার কথা ছিল অস্ট্রেলিয়া দলের। কিন্তু নিরাপত্তা অজুহাতে সফর বাতিল করে ক্রিকেট অস্ট্রেলিয়া। অনেক চেষ্টা করেও অস্ট্রেলিয়া দলকে বাংলাদেশে আনা যায়নি। তখন থেকেই আলোচনা, কবে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া।

গত বছর এই আলোচনার শেষ হয়েছে। নিশ্চিত হয়েছে অজি দলের বাংলাদেশ সফর। ২০১৭ সালের মধ্যেই বাংলাদেশে আসবে বিশ্বচ্যাম্পিয়নরা। এখনও সূচি নিশ্চিত না হলেও সফরটি নিয়ে যে অস্ট্রেলিয়া দলের আগ্রহ আছে সেটা বোঝা গেল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের কথায়।

বাংলাদেশের সাথে খেলার জন্য অস্ট্রেলিয়া সময় চাচ্ছে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি। হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-ভারতের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচ দেখতে এসে এমনই জানিয়েছেন নাজমুল হাসান।

ব্যস্ত সূচির মধ্য থেকে সময় বের করা কঠিন জানিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘অস্ট্রেলিয়া আমাদের সঙ্গে খেলার জন্য সময় চাচ্ছে। গ্যাপ খুঁজে পাওয়া বেশ কঠিন। নিউজিল্যান্ড থেকে আমরা চলে এলাম ভারতে। এখান থেকে চলে যাব শ্রীলঙ্কায়। এরপর আয়ারল্যান্ড হয়ে আমরা খেলব চ্যাম্পিয়ন্স ট্রফিতে। ফিরে এসে পাকিস্তানের সঙ্গে খেলব। এরপর দক্ষিণ আফ্রিকা সিরিজ।’

ভারতের মাটিতে প্রথমবারের মতো সফর করছে বাংলাদেশ। পরবর্তী সফর নিয়ে আলোচনা হয়েছে কি না জানতে চাইলে নাজমুল হাসান বলেন, ‘পরবর্তী কোন সিরিজ নিয়ে তাদের সঙ্গে আলাপ হয়নি। বিসিসিআইয়ের কার সঙ্গে কথা বলব? নতুন একজন এসেছেন তার সঙ্গে দেখা হয়নি। সেই জন্য এটা নিয়ে আলোচনা করার সুযোগ হয়নি।’

ভারতের সাবেক স্পিনার সুনীল যোশি বাংলাদেশের স্পিন বোলিং কোচ হতে পারেন। ১০ ফ্রেব্রুয়ারি বিসিবি থেকে এমন খবর জানা গেছে। তবে নাজমুল হাসান বলছেন যোশি আগেই আবেদন করেছেন। এ বিষয়ে তিনি বলেন, ‘সে তো আগেই আবেদন করেছে। তার বায়োডাটা আমাদের হাতে আছে। এখনও নিশ্চিত কিছু নয়। আলোচনার কথা ছিল, আমার সঙ্গে দেখা হয়নি।’

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/৭:২০পিএম/১১/২/২০১৭ইং)