• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৭:৫৭ পূর্বাহ্ন

অস্কারে সেরা ‘মুনলাইট’


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৭, ২০১৭, ২:৫৯ PM / ৫১
অস্কারে সেরা ‘মুনলাইট’

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : অস্কার ইতিহাসে ঘটলো এক বিরল ঘটনা। শুধু একটি ভুল ঘোষণার কারণে একজনের পুরস্কার চলে যাচ্ছিলো অন্যজনের হাতে। অবশেষে শেষ রক্ষাও ঘটলো। কিন্তু উঠলো বিতর্ক।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে হলিউডের ডলবি থিয়েটারে শুরু হয় অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৮৯তম আসর। সেখানে সবশেষে আসে সেরা ছবির নাম ঘোষণার পালা। আর সে সময় ঘটলো গণ্ডগোল। সেরা ছবি ‘মুনলাইট’ হলেও ভুল করে ঘোষণা দেওয়া হয় ‘লা লা ল্যান্ড’-এর নাম।

এদিকে, ‘লা লা ল্যান্ড’-এর কলাকুশলীরা মঞ্চে উঠে সবাইকে ধন্যবাদ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এর মধ্যেই উপস্থাপক জিমি কিমেল মঞ্চে এসে জানান, ‘ভুল করে ভুল ছবির নাম ঘোষণা করা হয়েছে।’ এরপর দর্শক সারিতে বসে থাকা সকলের সামনে হাতে থাকা খাম খুলে দেখানো হয় সেরা ছবিটির নাম। যাতে লেখা রয়েছে বেরি জেনকিন্স পরিচালিত ‘মুনলাইট’-এর নাম।

অস্কার হাতে ‘মুনলাইট’ ছবির কলাকুশলীরা তবে যিনি নামটি ঘোষণা করেছিলেন তারও কোনো ভুল ছিলো না এখানে। কেননা তাকে যে খামটি দেওয়া হয়েছিলো সেখানে লেখা ছিলো সেরা অভিনেত্রীর নাম। ‘লা লা ল্যান্ড’-এর জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার ঘরে তুলেছেন এমা স্টোন।
(ঢাকারনিউজ২৪.কম/আরএম/২:৫৫পিএম/২৭/২/২০১৭ইং)