• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৭:০৫ অপরাহ্ন

অসহায়ের দীর্ঘশ্বাস!


প্রকাশের সময় : অগাস্ট ৯, ২০১৯, ১:৩২ PM / ২৯
অসহায়ের দীর্ঘশ্বাস!

স্বপন সরকার
____________________________________________
অসহায় আর্তপীড়িতের প্রতিটি দীর্ঘশ্বাস
প্রতিনিয়ত খুঁজে ফিরে একটু শ্বস্তির শ্বাস,
অশ্রু ভেজা চোখ বলে যায় কত আর ঝরবে বৃষ্টি
একটু না হয় শুধু আসুক ভালবাসার সন্তুষ্টি।

মিলিত ধারায় সরোবরে কতইতো ফুটেছে কষ্ট
বেদনার ভায়োলিন বেজে মনকে করেছে অসন্তুষ্ট,
ভারাক্রান্ত মন বলে যায় শুধু অবিরত
ভাগ্য কি করবে প্রতিনিয়ত বেদনাহত!

নিজের জমিতে নেই আজ ফসলের সমাহার
কাঁঠ ফাঁটা রৌদ্দুরে হয়েছে চৌচির একাকার,
প্রাণের আকুতিতে থাকে মুছে যাক সব জরা
এক্টুখানি চাঁদের আলো না হয় দিক এবার ধরা।

প্রত্যাশিত মনে থাকে শুধু আকুতি মিনতি
ভাগ্য দেবতা দিওনা আর কষ্টের করুন অবনতি,
নিজেকেই নিয়ে নিজেই থাকতে চাই স্বীয় মর্যাদায়
নিন্দুকেরা যতই থাকুক না নিজ গরিমায়।