• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৪:৪০ অপরাহ্ন

অবৈধ শ্রমিকদের দেশে ফেরার সুযোগ দিয়েছে সৌদি


প্রকাশের সময় : ডিসেম্বর ১৭, ২০১৯, ৬:১২ PM / ৫৯
অবৈধ শ্রমিকদের দেশে ফেরার সুযোগ দিয়েছে সৌদি

সৌদি থেকে সবুজ আহমেদ : সৌদি শ্রম মন্ত্রনালয় হতে ১১ ডিসেম্বর এক জ্ঞাপনের মাধ্যমে জানানো হয়েছে যে সব শ্রমিকদের ইকামা হয়নি বা নবায়ন না করার কারণে এক্সপায়ার মালিকপক্ষ হতে হুরুব (ভিসা বাতিল)নেই,কোন (শাকোয়া)মামলা মোকাদ্দমা নেই,শ্রমিককের নিজ নামের কোন গাড়ী নেই, গৃহকর্মী নয়,স্পন্সর হল সরাসরি কোম্পানি বা স্টাবলিশমেন্ট (শরিকা/মুয়াসসাসা) এ ধরণের শ্রমিকেরা জেল জরিমানা ছাড়া সৌদি আরব ত্যাগ করতে ইচ্ছুক যারা তারা সৌদি সরকার প্রদত্ত সুযোগ নিতে পারবে।এই সুযোগ নিতে হলে জাওয়াজাত অফিসে বিশেষ ফরম পূরণ করতে হবে (তবে নিজ দেশের দুতাবাসের সত্যায়ন লাগবে)।ঘরের গৃহকর্মী খাদ্দামা, আমেল মন্জিল ঘরের কাজে নিয়োজিত পেশার কর্মীগণ এই সুযোগ নিতে পারবে না।

বিঃদ্র-: এটা সাধারণ ক্ষমা নয়!ইকামা নবায়নের ফি কফিলের উপর আরোপ করে নিজ দেশে যেতে শ্রমিকদের একজিট ভিসা দিবে লেবার অফিস ও ইমিগ্রেশন সংস্থা।

নিন্মে যে সব সুবিধায় শ্রমিকেরা দেশে যেতে পারবে ধাপ সমূহ তুলে ধরা হলো:

১:ইকামা এক্সপায়ার (হুরুব নেই)
২:ফরম পূরণ (আরবীতে)
৩:ফরমের উপর দুতাবাসের সত্যায়ন
৪:লেবার অফিসে জমা প্রদান
৫:লেবার অফিস থেকে জাওয়াযাতের চিঠি সংগ্রহ
৬:জাওয়াযাতে চিঠি এবং মূল পাসপোর্ট (না থাকলে আউটপাস) জমা প্রদান।
৭:একজিট ভিসা সংগ্রহ
৮:টিকেট সংগ্রহ
৯:সর্বোপরি নিজ দেশে গমন
(ঢাকারনিউজ২৪.কম/আরএম/৬:১৩পিএম/১৭/১২/২০১৯ইং)