• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০১:২১ পূর্বাহ্ন

অবুঝ হৃদয়


প্রকাশের সময় : নভেম্বর ২৪, ২০২৩, ১১:৩৬ PM / ১৫৩
অবুঝ হৃদয়

আবু নাসির

____________________________________________

সাজানো বাসর কেনো ফেলে হে প্রিয়
অজানায় গেলে চলি
তোমারে স্মরিয়া একা কেঁদে ফেরে
সেই বিরহী বুলবুলি।
ফিরবে না যদি কেন সাজাতে
বলেছিলে ফুলের বাসর
তোমায় না পেয়ে গভীর রজনীতে
কাঁদছে রেশমী ঝালর।
ফুলেরা কেঁদে ফিরে গেলো নিয়ে
সকল সুঘ্রান হাওয়া
তোমায় না পেয়ে থেমে গেলো সানাই
হলো না আর গান গাওয়া।
প্রাতের পাখীরা ফিরে গেলো নিরবে
গাইলো না তারা গান
সুখের সাগরে জল কেলির আশা
ভেঙ্গে হলো খান খান।
এ জীবনের সকল চাওয়া
মিশে গেলো অমানিশায়
প্রেম ছিলো ছিলো প্রেমের গজল
হারিয়ে গেলো শীতের কুয়াশায়।