• ঢাকা
  • মঙ্গলবার, ১৮ Jun ২০২৪, ০৬:২১ অপরাহ্ন

অবশেষে দেখা মিলল সেই রুবেলের এই স্ত্রী’র!


প্রকাশের সময় : এপ্রিল ২৮, ২০১৮, ২:২০ PM / ৮২
অবশেষে দেখা মিলল সেই রুবেলের এই স্ত্রী’র!

 

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : চিত্রনায়িকা হ্যাপির সাথে কেলেঙ্কারীর ঘটনা প্রকাশ্যে আসা এবং হ্যাপির আইনি লড়াইয়ের পর অনেকটা গোপনেই ২০১৬ সালে বিয়ের পিঁড়িতে বসেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার রুবেল হোসেন। তখন এ নিয়ে বিস্তারিত কিছু না বললেও জানা গিয়েছিল, বাগেরহাটের মেয়ে ইসরাত জাহান দোলাকে বিয়ে করেছেন হ্যাপির ব্যাক্তি জীবনের ভিলেনরুপি রুবেল।

বিয়ের দুই বছর পেরিয়ে গেলেও এত দিন রুবেলের স্ত্রীর দেখা পাওয়া যায়নি। রুবেলও কখনো নিজে থেকে তার স্ত্রীর ছবি প্রকাশ করেননি।

অবশেষে দেখা মিলল রুবেলের স্ত্রীর। সেটাও রুবেলের ফেসবুক পেজের কল্যাণে। আজ ২৮ এপ্রিল(শনিবার) সকালে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে স্ত্রীর সঙ্গে দুটি ছবি পোস্ট করেন ডানহাতি এ পেসার। ছবির ক্যাপশনে লেখা ছিল, ‘আমার স্ত্রী’।

২০১৪-১৫ সালে টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছিলেন ক্রিকেটার রুবেল হোসেন এবং মডেল অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপি। তাদের গোপন প্রেম এবং একপর্যায়ে রুবেলের বিরুদ্ধে করা হ্যাপির মামলা নিয়ে কম জল ঘোলা হয়নি। এ জন্য হ্যাপির করা মামলায় দুদিন জেলও খাটতে হয়েছে রুবেলকে।

পরবর্তী সময়ে জামিনে মুক্তি পেয়ে বিশ্বকাপ খেলতে যান রুবেল। ওই বিশ্বকাপে রুবেলের অসাধারণ বোলিংয়ে দারুণ কিছু অর্জনও ঘরে তোলে বাংলাদেশ। পরের বছর অর্থাৎ ২০১৬ সালে অনেকটা গোপনেই বিয়েটা সেরে ফেলেন জাতীয় দলের তারকা এ পেসার।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/২:২০পিএম/২৮/৪/২০১৮ইং)