• ঢাকা
  • রবিবার, ১৯ মে ২০২৪, ০৯:৫৯ পূর্বাহ্ন

অনাকাঙ্ক্ষিত


প্রকাশের সময় : নভেম্বর ২৪, ২০১৮, ১২:৩৩ AM / ৪৫
অনাকাঙ্ক্ষিত

মামুন রনি

________________________________________

যেদিন হেমন্ত মুখর ধানের খেতে
সোনা রঙ খেলা করে রূপসী বাংলার মাঠে ঘাটে
আলোর দেয়ালে আটকে যায় চোখ
বাহারি প্রজাপতির পাখা ঝাপটে ফেরে
ঝিঙের ফুলে, শিমের কুড়ির উপর
তখন আমি তাকাই ফিরে আমার শেকড়ে।

যখন চাঁদের আভা ম্লান হয়ে আসে
হিম কুয়াশার ঘোলা সুতোর কাঁথায়
ঘাসের আঙুল ভিজে ওঠে উড়ে যাওয়া জলে
গ্রামের মাঠে জমে কবি গানের আসর
সকালের রোদে বসে মুড়ি ভাজার ধুম
তখন আমি ফিরে তাকাই আমার লোকালয়ে।

যখন পল্লী-পল্লব প্রস্তুতি নেয় শীতল ঘুমের
সবুজ পাল খুলে ফেলে বিটপী-শাখা
উত্তর গতি পায় দক্ষিণের আমন্ত্রণে
পথ মাখে ধুলার আবরণ বুকের পাটাতনে
প্রত্যুষে নামে রসের হাড়ি গেরস্থের উঠুনে
তখনও আমি ফিরে ফিরে যাই আমার মাটির দিকে।

তবে আমি থমকে দাঁড়াই মাঝে মাঝেই
যখন দেখি আকাশ ভরে রক্ত রঙে
কৃষ্ণচুড়া জবায় মিলে মেতে ওঠে দিকে দিকে!